এক্সপ্লোর
Science News: পাহাড়ের মেঘে বিষ, হতে পারে ক্যান্সারও, ঝুঁকি বেশি শিশুদের, বলছে সরকারি রিপোর্টই
Toxic Clouds: পাহাড়-পর্বতে স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে, বলছে সরকারি সংস্থারই রিপোর্ট। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

নিয়ম করে পাহাড়ে যেতে না পারলে চলে না। মনে মনেই অসুস্থ হয়ে পড়েন অনেকে। কিন্তু সেই পাহাড়ে বেড়াতে যাওয়াই ঝুঁকিপূর্ণ হয়ে উঠল। কারণ গবেষণায় দেখা গেল, মেঘে মেঘে বিষ জমেছে। উঁচু পাহাড় বা পার্বত্য এলাকায়, তার সংস্পর্শে এলে মারাত্মক ক্ষতি হতে পারে শরীরের। এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে।
2/10

হিমালয় পার্বত্য অঞ্চল হোক বা পশ্চিমঘাট অঞ্চল, ফি বছর পাহাড়-পর্বতের টানে ছুটে যান বহু মানুষ। দূষণমুক্ত বাতাসে প্রাণ ভরে শ্বাস নেন সকলে, বরফে ঢাকা শৃঙ্গ, ভেজা সবুজ দেখে জুড়িয়ে যায় মন। পাহাড়ে যাওয়াকে স্বাস্থ্যকর বলেও মনে করা হয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের রিপোর্টই বলছে, পাহাড় পর্বত এখন স্বাস্থ্যের জন্য নিরাপদ নয়।
Published at : 07 Aug 2025 08:06 PM (IST)
আরও দেখুন






















