এক্সপ্লোর
Space Science: লালগ্রহে রোদ ঝলমলে সকাল, মায়াবি বিকেলের দুর্লভ মুহূর্তও, পোস্টকার্ড পেল পৃথিবী
Science News: নাসা-র কিউরিওসিটি রোভার রয়েছে মঙ্গলের মাটিতে। সেখান থেকে ছবি তুলে পঠিয়েছে সে।
ছবি: নাসা।
1/9

ধূ ধূ করছে চারিদিক। যতদূর চোখ যায়, ধুলো, বালি, প্রস্তরখণ্ড ছাড়া কিচ্ছুটি চোখে পড়ে না। কিন্তু সৌরজগতের নিয়ম মেনে প্রতিদিন সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় সেখানেও। মঙ্গলের মাটিতে সকাল এবং পড়ন্ত বিকেলের সেই মুহূর্তই এবার ক্যামেরাবন্দি হল।
2/9

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র কিউরিওসিটি রোভার এই গুরুদায়িত্ব পালন করেছে। ধুলো, বালি, পাথরের উপর দাঁড়িয়েই মঙ্গলের সকাল এবং বিকেলের ছবি পাঠিয়েছে।
Published at : 14 Jun 2023 06:13 PM (IST)
আরও দেখুন






















