এক্সপ্লোর
Science News: মহাশূন্যে উপগ্রহের অপহরণ! জোর করে আটকে রাখার অভিযোগ, কাঠগড়ায় নেপচুন
Space Science: মহাকাশেও নাকি ঘটে চলেছে অপরাধ! অপরাধী নেপচুন, শিকার উপগ্রহ ট্রাইটন! কী বৃত্তান্ত জানুন।
ছবি: নাসা।
1/10

গ্রহ যেমন নক্ষত্রকে প্রদক্ষিণ করে, তেমনই গ্রহকে প্রদক্ষিণ করে উপগ্রহ। কিন্তু সব গ্রহের উপগ্রহ একরকমের হয় না। নেপচুনের উপগ্রহহ ট্রাইটনের কথা এখানে উল্লেখ্য। নেচুনের মোট ১৪টি উপগ্রহ রয়েছে। এর মধ্যে ট্রাইটন বাকিদের চেয়ে একেবারে আলাদা।
2/10

নেপচুনের উপগ্রহগুলি আয়তনে মূলত ছোট। আবার এর মধ্যে কিছু নিয়মিত, কিছু আবার অনিয়মিত। নিয়মিত বলতে বোঝায়, যে উপগ্রহগুলি কাছাকাছি থেকে নেপচুনকে প্রদক্ষণ করে চলে। আর অনিয়মিত উপগ্রহগুলি হল, যেগুলির দূরত্ব নেপচুন থেকে বেশি এবং তাদের কক্ষপথও চমকপ্রদ।
Published at : 16 Sep 2023 04:25 PM (IST)
আরও দেখুন






















