এক্সপ্লোর
Odysseus Moon Lander: ইতিহাস রচনা করেও মর্মান্তিক পরিণতি, চাঁদের বুকে দেহ রাখল আমেরিকার চন্দ্রযান
Science News: পাঁচ দশক পর চাঁদের বুকে প্রত্যাবর্তন ঘটেছিল আমেরিকার। সুখকর হল না অভিযান। -ফাইল চিত্র।
—ফাইল চিত্র।
1/10

দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় পর চাঁদের বুকে প্রত্যাবর্তন ঘটেছিল আমেরিকার। বেসরকারি সংস্থার হাত ধরে হলেও, এত বছর পর চাঁদের মাটি স্পর্শ করেছিল আমেরিকার চন্দ্রযান। কিন্তু এই প্রত্যাবর্তন সুখকর হল না। -ফাইল চিত্র।
2/10

আমেরিকার বেসরকারি সংস্থা Intuitive Machines চাঁদে Nova-C মহাকাশযানটিকে পাঠিয়েছিল, যার ডাকনাম Odysseus বা Odie রাখা হয়। গত ২২ ফেব্রুয়ারি চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে সেটি। চাঁদের মাটিতে Odysseus দেহ রেখেছে বলে এবার জানাল Intuitive Machines. -ফাইল চিত্র।
Published at : 26 Mar 2024 08:22 PM (IST)
আরও দেখুন






















