এক্সপ্লোর
Space Science: ঠিকরে বেরোচ্ছে বেগুনি আভা, উজ্জ্বল থেকে উজ্জ্বলতর, হঠাৎ রংবদল শনির!
Science News: শনির বলয়ের রং বদল হতে দেখা গেল এ বার। তাপমাত্রা বৃদ্ধিই কারণ বলে মনে করছেন বিজ্ঞানীরা। কী বৃত্তান্ত জেনে নিন।
ছবি: নাসা।
1/10

সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। চারিপাশ থেকে ঘিরে রয়েছে বলয়। তার জন্যই আলাদা পরিচিতি রয়েছে শনির। বিজ্ঞানের বইয়ে প্রথমে তার সাদাকালো রূপই ফুটে উঠেছিল। সময়ের সঙ্গে সঙ্গে গাচে রংয়ের আঁচড় পড়েছে।
2/10

কিন্তু সেই রংয়েও এ বার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে শনির বলয়। অতিবেগুনি রং ঠিকরে বেরোচ্ছে গা থেকে। এই পরিবর্তন নজর কাড়ছে বিজ্ঞানীদের।
Published at : 06 May 2023 06:19 PM (IST)
আরও দেখুন






















