এক্সপ্লোর
Scince News: ডায়নোসর যুগের বিশালাকার পোকার দেখা মিলল শপিং মলে! আতঙ্কে এলাকাবাসী
ওয়ালমার্ট-এর একটি দোকানে এই বিপুলাকার প্রাণীটিকে দেখতে পান এক ব্যক্তি।
এই প্রাণীকে ১৯৫০ সালে শেষবারের জন্য দেখা পাওয়া গিয়েছিল উত্তর আমেরিকায়
1/6

এই পৃথিবীতে কত কি-ই না ঘটে! যা অবিশ্বাস্য শুনতে হলেও এই ঘটনায় এবার নিজেই সাক্ষী থাকলেন এক ব্যক্তি। ডায়নোসর-যুগের এক প্রাণীর দেখা পাওয়া গেল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শপিং মলে। ওয়ালমার্ট-এর একটি দোকানে এই বিপুলাকার প্রাণীটিকে দেখতে পান এক ব্যক্তি।
2/6

বিজ্ঞানীরা জানিয়েছেন, Polystoechotes punctate- এই প্রাণীকে ১৯৫০ সালে শেষবারের জন্য দেখা পাওয়া গিয়েছিল উত্তর আমেরিকায়।
3/6

পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে না পেরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে ডায়নোসর।
4/6

পৃথিবীতে সুনামি, অ্যাসিড বৃষ্টির মতো বেশ কিছু বিপর্যয় হতে থাকে। এসবই ধীরে ধীরে পৃথিবী থেকে মুছে ফেলে ডায়নোসরদের।
5/6

২০১২ সালে মাইকেল স্কভার্লা পেনসেলভেনিয়ার স্টেট ইনসেক্ট আইডেন্টিফিকেশন ল্যাবে এই প্রাণীকে শনাক্ত করে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ওয়ালমার্টে যখন শপিং করতে যাই, সেই সময় দুধ কেনার সময় নজরে আসে। বিল্ডিংয়ের মধ্যেই এই পোকার দেখা মেলে।
6/6

বিজ্ঞানীরা এখনও ওয়ালমার্ট স্টোরের বাইরের অংশে কীভাবে পোকাটি এসেছে তা খুঁজে বের করার চেষ্টা করছেন।
Published at : 12 Mar 2023 05:57 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















