এক্সপ্লোর
Solar Storm: সৌরঝড়ে কত ক্ষতি ইলন মাস্কের! ৫ বছরে খসে পড়েছে ৫২৩ স্যাটেলাইট, গবেষণায় নয়া তথ্য
Science News: গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/11

মহাকাশে কৃত্রিম উপগ্রহের ভিড় যত বাড়ছে, ততই বাড়ছে দুর্ঘটনা। মহাকাশ থেকে কৃত্রিম উপগ্রহের অবশিষ্টাংশ খসে পড়ার বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে ইতিমধ্য়েই।
2/11

আর এই পরিস্থিতির জন্য সূর্যকে দায়ী করছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, গত ১১ বছরের নিরিখে এই মুহূর্তে সবচেয়ে বেশি সক্রিয় সূর্য। লাগাতার সৌরঝড়ের দাপট ছড়াচ্ছে মহাকাশে। আর তাতেই কৃত্রিম মহাকাশযানগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
3/11

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র Goddard Space Flight Center-এর জ্য়োতির্পদার্থবিদ ডেনি অলিভেইরার নেতৃত্বে হওয়া একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। তাদের দাবি, ভূ-চৌম্বকীয় ঝড়ের দাপট আগের তুলনায় বেড়ে গিয়েছে। আর তাতেই কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে খসে পড়ছে কৃত্রিম মহাকাশযানগুলি।
4/11

ওই গবেষণা থেকে জানা গিয়েছে, এব্যাপারে ধনকুবের ইলন মাস্কের সংস্থা SpaceX-এর Starlink স্যাটেলাইটগুলিকে বিশেষ ভাবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে Starlink-এর ৫২৩টি স্যাটেলাইট মহাকাশ থেকে পুনরায় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে।
5/11

বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীতে পুনরায় প্রবেশের সময় Starlink-এর স্যাটেলাইটগুলির উপর তীব্র প্রভাব লক্ষ্য় করা গিয়েছে। এর জন্য দায়ী সাম্প্রতিক সৌর কার্যকলাপ।
6/11

এক্ষেত্রে ১১ বছরের সৌরচক্রের উল্লেখ করেছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, প্রতি ১১ বছরে সৌর্য কার্যকলাপে বেশ কিছু পরিবর্তন চোখে পড়ে। এই সময় সূর্যের চৌম্বকীয় মেরুগুলি উল্টে যায়, ঠিক পৃথিবীতে যেমন প্রতি দশকে মেরুপ্রদেশের অবস্থানে পরিবর্তন ঘটে।
7/11

এই সময় সূর্যের বুকে কালো দাগ চোকে পড়ে, সৌর শিখার তীব্র রূপ দেখতে পাওয়া যায়, সৌরঝড়ের দাপট বাড়ে। সূর্য আরও অশান্ত হয়ে ওঠে। ভূ-চৌম্বকীয় ঝড়ের মাধ্যমে সৌরশিখা থেকে নির্গত কণা ধেয়ে আসে পৃথিবীর দিকেও।
8/11

বিজ্ঞানীরা জানিয়েছেন, বর্তমানে ২৫তম সৌরচক্রের চরম সীমায় রয়েছি আমরা। নজরদারি চালাতে গিয়ে দেথা গিয়েছে, পৃথিবীর উপর এর প্রভাব পড়ছে। এতে মাটির উপর প্রভাব না পড়লেও, বায়ুমণ্ডলের উপরের অংশ তেতে ওঠে।
9/11

এর ফলে কক্ষপথের নিম্নভাগে অবস্থানকারী স্যাটেলাইটগুলি খসে পড়ে যায়। পৃথিবীর কক্ষপথের নিম্নভাগে সবমিলিয়ে SpaceX ৮ হাজার ৮৭৩টি Starlink স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, যার মধ্যে ৭ হাজার ৬৬৯টি এই মুহূর্তে চালু রয়েছে। ফলে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি বলে মনে করছেন বিজ্ঞানীরা।
10/11

২০১৯ সাল থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করে SpaceX. ২০২০ সাল থেকে সেই সব স্যাটেলাইট পুনরায় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে শুরু করে। শুরুতে সংখ্যাটা তেমন বেশি ছিল না। কিন্তু ২০২১ সালেই তাদের ৭৮টি স্যাটেলাইট খসে পড়ে, ২০২২ সালে ৯৯টি, ২০২৩ সালে ৮৮টি।
11/11

তবে ২০২৪ সালে সবচেয়ে বেশি সংখ্যক স্যাটেলাইট খসে পড়ে SpaceX-এর, ৩১৬টি। উইন্টারনেট পরিষেবার জগতে বিপ্লব ঘটানোই লক্ষ্য় SpaceX-এর। পাঁচ বছরেরও কম সময়ে মহাকাশে টিকে থাকে সেগুলি। আয়প শেষ হলে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং মাটি ছোঁয়ার আগেই পুড়ে ছাই হয়ে যায়। মহাকাশে এত বিপুল সংখ্যক স্যাটেলাইট মোতায়েন করা নিয়ে লাগাতার আপত্তি উঠে আসছে। এতে মহাকাশে আবর্জনা যেমন বাড়ছে, তেমন গবেষণার কাজেও সমস্যা হচ্ছে বলে মত বিজ্ঞানীদের একাংশের।
Published at : 08 Jun 2025 09:52 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























