এক্সপ্লোর
Solar Storm: সৌরঝড়ে কত ক্ষতি ইলন মাস্কের! ৫ বছরে খসে পড়েছে ৫২৩ স্যাটেলাইট, গবেষণায় নয়া তথ্য
Science News: গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/11

মহাকাশে কৃত্রিম উপগ্রহের ভিড় যত বাড়ছে, ততই বাড়ছে দুর্ঘটনা। মহাকাশ থেকে কৃত্রিম উপগ্রহের অবশিষ্টাংশ খসে পড়ার বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে ইতিমধ্য়েই।
2/11

আর এই পরিস্থিতির জন্য সূর্যকে দায়ী করছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, গত ১১ বছরের নিরিখে এই মুহূর্তে সবচেয়ে বেশি সক্রিয় সূর্য। লাগাতার সৌরঝড়ের দাপট ছড়াচ্ছে মহাকাশে। আর তাতেই কৃত্রিম মহাকাশযানগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
Published at : 08 Jun 2025 09:52 PM (IST)
আরও দেখুন






















