এক্সপ্লোর
Children: ভাষা হোক বা জীবনের পাঠ, শিশুকালই শেখার উত্তম সময়
Fast Learners: ভাষা হোক বা জীবনের রোজনামচা, চটজলদি রপ্ত করে নেয় শিশুরা। কী করে সম্ভব হয়, জানাচ্ছে বিজ্ঞান।
ছবি: পিক্সাবে।
1/10

এই সেদিন হয়ত হাসপাতালে থেকে বাড়ি নিয়ে এসেছিলেন। কিন্তু দেখতে দেখতে কখন যেন বড় হয়ে যায় সেই শিশু। দিনভর এদিক ওদিক ছোটাছুটির পাশাপাশি, তাদের অনর্গল কথার সঙ্গে তাল মেলাতে রীতিমতো খাবি খেতে হয়। প্রতিদিনই নতুন কিছু শিখতে থাকে শিশুরা। চটজলদি সবকিছু বেশ রপ্তও করে নেয়।
2/10

বলা যায়, কিছু শিখতে বড়দের থেকে ঢের কম সময় নেয় শিশুরা। সে ভাষাই হোক বা আঁকাঝোকা অথবা জীবনযাত্রার রীতিনীতি। কিন্তু চটজলদি শিশুরা এসব শিখে নেয় কী ভাবে? নেহাত প্রয়োজনীয়তা নাকি তাদের মস্তিষ্ক বড়দের থেকে অনেক বেশি সচল?
Published at : 15 Mar 2023 03:03 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
ব্যবসা-বাণিজ্যের
অটো






















