এক্সপ্লোর
Moonlight Facts: গুচ্ছ গুচ্ছ কবিতা চাঁদের আলো নিয়ে, কিন্তু জোছনার আসল রং কী?
Moonlight True Colour: চাঁদের আলো নিয়ে আবেগ কম নেই। লেখা হয়েছে গুচ্ছ গুচ্ছ কবিতাও। কিন্তু চাঁদের আলোর আসল রং কী? ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত। তাই চাঁদের প্রতি অমোঘ আকর্ষণ আমাদের। চাঁদের আলো নিয়ে লেখা হয়েছে গুচ্ছ গুচ্ছ কবিতাও। কিন্তু যে জোছনাকে নিয়ে এত অনুভূতি, চাঁদের সেই আলোর আসল রং কী জানেন? উত্তর রয়েছে বিজ্ঞানের কাছে। ছবি: ফ্রিপিক।
2/10

চাঁদের নিজস্ব কোনও আলো নেই, সে সূর্যের আলোয় আলোকিত বলে ছোটবেলাতেই জেনেছিলাম আমরা। কিন্তু পৃথিবী থেকে চাঁদকে বিভিন্ন সময়, বিভিন্ন রকম দেখায়। ছবি: ফ্রিপিক।
Published at : 08 Jul 2025 09:51 AM (IST)
আরও দেখুন






















