এক্সপ্লোর
Total Solar Eclipse: এখন থেকেই বিশেষ সাবধানতা, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় কেন অস্থির হয়ে ওঠে পশুরা?
Science News: এমনি এমনি উদ্বেগ নয়, যথেষ্ট কারণ রয়েছে নেপথ্যে। ছবি: পিক্সাবে।

ছবি: পিক্সাবে।
1/10

বছরের শুরুতেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আগামী ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। দিনের বেলাতেই নেমে আসবে অন্ধকার। সেই নিয়ে উদ্বিগ্ন পশুপ্রেমীরা। ছবি: পিক্সাবে।
2/10

উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণও রয়েছে বটে। কারণ গ্রহণের সময় দিনের বেলা আঁধার নেমে এলে, অস্থির হয়ে ওঠে পশু-পাখিরা। এবার কী হতে চলেছে, সেউ নিয়েই উদ্বেগ ছড়িয়েছে। ছবি: পিক্সাবে।
3/10

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় পৃথিবীর সর্বত্রই অস্থির হয়ে ওঠে পশু-পাখিরা। কেন এমন ঘটে, এর নেপথ্যে রয়েছে বৈজ্ঞানিক কার্যকারণ। ছবি: পিক্সাবে।
4/10

বিশেষজ্ঞদের মতে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নৈমিত্তিক ঘটনা নয়। কালেভদ্রে কখনও ঘটে। তাই দিনের বেলা অন্ধকার নেমে আসার সঙ্গে অভ্যস্ত নয় পশু-পাখিরা। ছবি: পিক্সাবে।
5/10

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় পশুদের আচরণে পার্থক্য দেখা যায়। গৃহস্থ পশুরা মানুষের সঙ্গে থাকতে থাকতে তারা মানুষকে দেখেই আচার-আচরণ শিখতে শুরু করে। তাই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় অন্ধকার নামলেও, মানুষ যেমন স্বাভাবিক থাকে, তেমন পোষ্যরাও স্বাভাবিকই থাকে। ছবি: পিক্সাবে।
6/10

তবে বন্য পশুরা, চিড়িয়াখানার পশুরা কার্যতই বিহ্বল হয়ে পড়ে। রাত হয়ে গিয়েছে ভেবে ঘুমাতে যায় কেউ। আবার এমনিতে রাতজাগা পশু-পাখিরা রাত হয়ে গিয়েছে ভেবে সক্রিয় হয়ে ওঠে। ছবি: পিক্সাবে।
7/10

দিনের বেলা শোওয়া মানেই রাতের মতো গভীর ঘুম হয় না যদিও। তাই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় রাত ভেবে দিনের বেলাতেই যখন ঘুমাতে যায় পশু-পাখিরা, তাদের শরীরে কী পএ নিয়ে ১৯৮৪ সালে গবেষণাও হয়। সূর্যগ্রহণের সময় একদল শিম্পাঞ্জিকে একত্রিত করা হয়। সেই সময় চাঁদ যখন সূর্যকে ঢেকে দেয়, অস্থির হয়ে পড়ে শিম্পাঞ্জিরা। কিছুটা সিঁটিয়ে যায়। রিবর্তন ঘটে, তা যদিও এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। ছবি: পিক্সাবে।
8/10

এ নিয়ে ১৯৮৪ সালে গবেষণাও হয়। সূর্যগ্রহণের সময় একদল শিম্পাঞ্জিকে একত্রিত করা হয়। সেই সময় চাঁদ যখন সূর্যকে ঢেকে দেয়, অস্থির হয়ে পড়ে শিম্পাঞ্জিরা। কিছুটা সিঁটিয়ে যায়। ছবি: পিক্সাবে।
9/10

এর পর যখন গ্রহণ কেটে গিয়ে, ফের বেরিয়ে আসে সূর্য, লাফিয়ে উচুঁতে উঠে যায় শিম্পাঞ্জিরা। সূর্যের দিকে তাকিয়ে কার্যতই নিজেদের মেলে ধরে তারা। ছবি: পিক্সাবে।
10/10

এবছর সূর্যগ্রহণের আগে সময় থাকতেই তাই প্রস্ততি শুরু হয়ে গিয়েছে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র আর্থিক সাহায্যপ্রাপ্ত Eclipse Soundscapes Projects-এর সঙ্গে যুক্ত গবেষকরা বেশ কিছু চিড়িয়াখানায় পশুদের পর্যবেক্ষণ করবেন। ছবি: পিক্সাবে।
Published at : 07 Mar 2024 07:57 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
খবর
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
