এক্সপ্লোর
Pollution and Coughing: অল্প ক্ষণ থাকে কখনও, কখনও বা দীর্ঘস্থায়ী হয়, দূষণ থেকে কাশি হয় কেন?
Health Tips: দূষিত পরিবেশে থাকলে কাশি শুরু হয় আমাদের। এর বিজ্ঞানসম্মত কার্যকারণ জেনে নিন।

ছবি: পিক্সাবে।
1/10

পরিবেশ দূষণের প্রভাব এক এক জনের উপর এক এক রকমের। কারও চোখ জ্বালা করে, কারও হাঁচি, কারও কাশি, কারও আবার শ্বাসকষ্ট হয়।
2/10

এর মধ্যে কাশির সমস্যায় ভোগেন অনেকেই। কারও ক্ষেত্রে কাশির সমস্যা স্বল্পমেয়াদি হয়, কারও ক্ষেত্রে আবার দীর্ঘস্থায়ী।
3/10

কিন্তু দূষণের প্রভাবে কেন কাশি হয় আমাদের? এর নেপথ্যে রয়েছে বিজ্ঞানসম্মত কার্যকারণ।
4/10

চিকিৎসকদের মতে, দূষণের মধ্যে বেরোলে আমাদের গলায় বা শ্বাসনালিতে দূষিত উপাদান বা ক্ষতিকর গ্যাস প্রবেশ করে। সেই থেকেই কাশি হয়।
5/10

জীবাণু, ধুলো, কফ গলায় অস্বস্তি তৈরি করে। শরীর যখন তার প্রতিক্রিয়া জানায়, তাতেই কাশি হয় আমাদের। চোখের পাতা ফেলা, হাঁচির মতো কাশিও আসলে আমাদের শরীরকে রক্ষা করে।
6/10

দূষণের জেরে কাশি হলে, বাতাসের ভাসমান ধূলিকণা এর জন্য দায়ী হয়, যাকে পিএম ২.৫ বলে অভিহিত করা হয়।
7/10

শরীরে এই অবাঞ্চিত ধূলিকণা প্রবেশ করলে, তড়িঘড়ি প্রতিক্রিয়া জানায় শরীর। গলা খুশখুশ করতে শুরু করে। মস্তিষ্কে সিগনাল পৌঁছে যায় নিমেষে।
8/10

এর পর মস্তিষ্ক থেকে বুকের পেশি এবং তলপেটে বায়ু নির্গমনের বার্তা এসে পৌঁছয়, যাতে অবাঞ্চিত উপাদানকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া যায়।
9/10

তাই দূষিত পরিবেশে কাশি হওয়া স্বাভাবিক। তবে কিছু ক্ষণ হয়ে বন্ধ হয়ে যেতে পারে কাশি। আবার অনেক ক্ষণ ধরেও চলতে পারে।
10/10

কিন্তু স্বাভাবিকের থেকে বেশি সময় ধরে কাশি চললে, ফ্যাকাশে অথবা রক্তিম কফ উঠে এলে হাত গুটিয়ে বসে থাকা উচিত নয়। অবিলম্বে যোগাযোগ করতে হবে চিকিৎসকের সঙ্গে। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 01 Nov 2023 10:13 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
