এক্সপ্লোর
Year ender 2023: ভারতের চন্দ্রাভিযান, বিকল্প গ্রহের সন্ধান, সঙ্গম ছাড়া সন্তানধারণ, বিজ্ঞানের জগতে মাইলফলক ২০২৩
Scientific Discoveries in 2023: মহাকাশ গবেষণা থেকে কোষ পরীক্ষা, পিতৃপুরুষের খোঁজ, বিজ্ঞানের জগতে মাইলফলক হয়ে থাকবে ২০২৩ সাল। ছবি: ফ্রিপিক।
একের পর এক মাইলফলক।
1/11

‘অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো’, গভীর জীবনদর্শনের সঙ্গে কবির বিজ্ঞানমানসের মিলন অনুভব করা যায় রবীন্দ্রসঙ্গীতের এই একটি লাইনের। সৃষ্টি এবং সৃষ্টিকর্তাকে নিয়ে যত ভিন্ন মতই থাকুক না কেন, বিজ্ঞানকে অস্বীকার করা সম্ভব নয় কোনও মতেই। ছবি: ফ্রিপিক।
2/11

বিজ্ঞানের প্রয়োজনীয়তা এবং গ্রহণযোগ্যতার প্রমাণ প্রতিনিয়ত পেয়ে চলেছি আমরা। এক্ষেত্রে ২০২৩ সালটি বিশেষ ভাবে উল্লেখ্য। বিজ্ঞানচর্চায় এই একটি বছরেই একের পর এক মাইলফলক তৈরি হয়েছে। নতুন বছরে পা রাখার আগে পিছন ফিরে দেখে নিন এ বছরের এমনই কিছু কৃতিত্ব। ছবি: ফ্রিপিক।
Published at : 26 Dec 2023 08:57 PM (IST)
আরও দেখুন




















