এক্সপ্লোর
Calcutta Football League: আমন-নিশুর গোলে কলকাতা লিগে রেলকে বেলাইন করল ইস্টবেঙ্গল
CFL 23: কার্যত একপেশে ম্যাচে অবশ্য আরও বেশি গোলে জিততে পারত ইস্টবেঙ্গল। গোটা ম্যাচে ইস্টবেঙ্গলের বল পজেশন ছিল ৬৫ শতাংশ।

Emami eastbengal vs railway fc
1/10

পরপর ২ ম্যাচে আটকে গিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। প্রথমে কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) ভবানীপুরের বিরুদ্ধে ড্র করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)।
2/10

পরে ডুরান্ড কাপের ম্যাচে বাংলাদেশের আর্মি ফুটবল ক্লাবের বিরুদ্ধে শেষ ৬ মিনিটে ২ গোল হজম করে ড্র করে তারা।
3/10

অবশেষে বুধবার রেলওয়ে এফসিকে হারিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাল লাল-হলুদ বাহিনি। বুধবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল ২-০ গোলে হারাল রেলওয়ে এফসি-কে। তার ফলে চাপটা কিছুটা হলেও কমল ইস্টবেঙ্গলের ওপর থেকে।
4/10

কার্যত একপেশে ম্যাচে অবশ্য আরও বেশি গোলে জিততে পারত ইস্টবেঙ্গল। গোটা ম্যাচে ইস্টবেঙ্গলের বল পজেশন ছিল ৬৫ শতাংশ। রেলওয়ে ফুটবল ক্লাবের বল পজেশন ছিল মাত্র ৩৫ শতাংশ।
5/10

গোল লক্ষ্য করে ইস্টবেঙ্গলের শট ২১টি। রেলওয়ের গোলে শট নিয়েছে মোটে চারটি। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায়, কীরকম দাপট দেখিয়েছে লাল-হলুদ বাহিনি।
6/10

তবু গোলের সুযোগ নষ্টের কিছুটা খেসারত দিয়েছে ইস্টবেঙ্গল। যে কারণে মাত্র দুবার প্রতিপক্ষের গোলমুখ খুলতে পেরেছে তারা।
7/10

দুই দলের দু'জন করে খেলোয়াড় হলুদ কার্ড দেখছেন। পাঁচটি কর্নার পেয়েছিল ইস্টবেঙ্গল। দুটি কর্নার পেয়েছিল রেল। তিনটি অফসাইড রেলের। একট অফসাইড ইস্টবেঙ্গলের।
8/10

এদিন খেলার ২০ মিনিটে গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে গোলটি করেন আমন সিকে। বাঁ দিক থেকে দুরন্ত গতিতে উঠে রেলওয়ে এফসি-র দুই খেলোয়াড়কে পরাস্ত করেন তিনি। রেলওয়ে এফসি গোলকিপার এগিয়ে এসে তাঁকে বাধা দিতে চান। কিন্তু আমন সিকে গোল করে এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে।
9/10

ইস্টবেঙ্গল গোলসংখ্যা বাড়ায় দ্বিতীয়ার্ধে। ৬৪ মিনিটে ইস্টবেঙ্গল ২-০ করে। গোলটি করেন নিশু কুমার। দর্শনীয় গোল। তন্ময়ের কাছ থেকে বল পেয়ে নিশু কুমার রেলওয়ে এফসি-র এক ডিফেন্ডারকে ফেলে দেন। আগুয়ান গোলকিপারকে পরাস্ত করে নিশু কুমার ২-০ করেন।
10/10

৭৩ মিনিটে গোল করার মতো পরিস্থিতি ফের তৈরি করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি সঞ্জীব ঘোষ। প্রত্যাশা মতোই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন আমন সিকে। ছবি - EB, IFA
Published at : 09 Aug 2023 09:42 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
