এক্সপ্লোর
Indian Cricket Team: পিছিয়ে রোহিত, বিরাট, ভারতের হয়ে চলতি বছরে সর্বোচ্চ রান করেছেন কে?
Virat Kohli: চলতি বছরে ফর্মে ফিরলেও, বিরাট কোহলি কিন্তু চলতি বছরে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক নন। তিনি আপাতত তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।

ভারতের হয়ে চলতি বছরে কত রান করেছেন বিরাট? (ছবি: সূর্যকুমারের ট্যুইটার)
1/10

বাংলাদেশের বিরুদ্ধে চলতি টেস্ট ম্যাচের শুরুটা অর্ধশতরান দিয়ে করেছেন শ্রেয়স আইয়ার।
2/10

৮৬ রানের ইনিংসের সুবাদে তিনিই চলতি বছরে ভারতের সর্বাধিক রানসংগ্রাহক হয়ে যান। তাঁর সংগ্রহ মোট ১৪৯৩ রান।
3/10

শ্রেয়সের থেকে সামন্যই পিছিয়ে রয়েছেন সূর্যকুমার যাদব। তিনিও চলতি বছরে দারুণ ফর্মে রয়েছেন।
4/10

ভারতের মিডল অর্ডার ব্যাটার এই বছরে মোট ১৪২৪ রান।
5/10

দীর্ঘদিন শতরানের খরা কাটিয়ে বিরাট কোহলি অবশেষে ফর্মে ফিরেছেন। শতরানও হাঁকিয়েছেন তিনি।
6/10

তবে তিনি এ বছরে ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ, ১৩০৪ রান করেছেন।
7/10

ঋষভ পন্থ এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন।
8/10

ভারতের তারকা কিপার ব্যাটার মোচ ১২৭৮ রান করেছেন চলতি বছরে।
9/10

তালিকায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও রয়েছেন। তিনি মোট ৯৯৫ রান করেছেন।
10/10

আপাতত রোহিত আহত থাকায় তিনি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলছেন না।
Published at : 15 Dec 2022 09:19 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
