এক্সপ্লোর
CWG 2022: সাক্ষীর কামব্যাক থেকে সিন্ধু, লভলিনার ইতিহাস, বার্মিংহামে ভারতীয় মহিলা অ্যাথলিটদের জয়জয়কার
Commonwealth Games 2022: অবসরের মুখ থেকে সাক্ষী মালিকের প্রত্যাবর্তন থেকে ভিনেশের হ্যাটট্রিক, সিন্ধু, ভাবিনার ইতিহাস, এক নজরে কমনওয়েলথ গেমস মাতানো ভারতীয় মহিলা অ্যাথলিটরা।
বার্মিংহামে ভারতীয় মহিলা অ্যাথলিটদের জয়জয়কার (ছবি: পিটিআই)
1/10

এবারের কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন ভারোত্তোলক মীরাবাঈ চানু। অলিম্পিক্সের পর এই পদকের মাধ্যমে নিজের ধারাবাহিকতা প্রমাণ করলেন মীরাবাঈ।
2/10

বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিনের খেকে সোনা জয়েরই প্রত্যাশা ছিল। ভারতীয় বক্সার সেই প্রত্যাশা পূরণ করে সোনা নিয়েই ফিরেছেন দেশে।
Published at : 10 Aug 2022 07:02 PM (IST)
আরও দেখুন






















