এক্সপ্লোর
CWG 2022: সাক্ষীর কামব্যাক থেকে সিন্ধু, লভলিনার ইতিহাস, বার্মিংহামে ভারতীয় মহিলা অ্যাথলিটদের জয়জয়কার
Commonwealth Games 2022: অবসরের মুখ থেকে সাক্ষী মালিকের প্রত্যাবর্তন থেকে ভিনেশের হ্যাটট্রিক, সিন্ধু, ভাবিনার ইতিহাস, এক নজরে কমনওয়েলথ গেমস মাতানো ভারতীয় মহিলা অ্যাথলিটরা।
বার্মিংহামে ভারতীয় মহিলা অ্যাথলিটদের জয়জয়কার (ছবি: পিটিআই)
1/10

এবারের কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন ভারোত্তোলক মীরাবাঈ চানু। অলিম্পিক্সের পর এই পদকের মাধ্যমে নিজের ধারাবাহিকতা প্রমাণ করলেন মীরাবাঈ।
2/10

বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিনের খেকে সোনা জয়েরই প্রত্যাশা ছিল। ভারতীয় বক্সার সেই প্রত্যাশা পূরণ করে সোনা নিয়েই ফিরেছেন দেশে।
3/10

বিগত দুই গেমসে সোনা জিতেছিলেন ভিনেশ ফোগত, বার্মিংহামেও সেই ধারা অব্যাহত রইল, হ্যাটট্রিক করলেন ভিনেশ।
4/10

একসময় অবসর নেবেন বলে ভেবেই ফেলেছিলেন, কিন্তু সোনা জিতে আবারও সাক্ষী মালিক প্রমাণ করলেন তিনি ফুরিয়ে যাননি।
5/10

গত দুই গেমসে ব্রোঞ্জ, রুপো জিতলেও সোনা অধরাই ছিল, এবার সিঙ্গলসে নিজের সেই অধরা স্বপ্ন পূরণ করলেন দুই বারের অলিম্পিক্স পদকজয়ী পিভি সিন্ধু। কমনওয়েলথে প্রথম স্বর্ণপদক জিতলেন তারকা শাটলার।
6/10

লন বলে কোনওকালেই ভারতীয় দল সোনা তো দূর পদকই জিতেছিল না। তবে মহিলাদের ফোরসে ভারতকে একেবারে দেশকে সোনা এনে দিলেন পিঙ্কি, লাভলিরা।
7/10

অলিম্পিক্সে পদক জিতেছিলেন, এবার কমনওয়েলথেও প্যারা টেবিল টেনিসে ভারতকে প্রথম সোনা এনে দেন ভাবিনা পটেল।
8/10

নিজের প্রথম কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করেই সোনা জিতে নিয়েছেন বক্সার নীতু।
9/10

২০০৬ সালে মেলবোর্নে শেষবার পদক জিতেছিল ভারতীয় মহিলা হকি দল। বার্মিংহামেই ১৬ বছর অপেক্ষার অবসান ঘটাল সবিতা পুনিয়ার নেতৃত্বাধীন ভারতীয় মহিলা হকি দল।
10/10

ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হৃদয়ভঙ্গ হলেও, ক্রিকেট খেকে ভারতকে প্রথম কমনওয়েলথ পদক এনে দেন হরমনপ্রীতের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল।
Published at : 10 Aug 2022 07:02 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























