এক্সপ্লোর
ISL 2023-24: খেতাব জিতল মুম্বই, লিগ শিল্ড মোহনবাগানের, আইএসএলের গোল্ডেন বুট, গোল্ডেন বল গেল কাদের দখলে?
Indian Super League: শনিবাসরীয় ফাইনালে মোহনবাগানকে ৩-১ হারিয়ে আইএসএল খেতাব জিতে নিয়েছে মুম্বই সিটি।

রেকর্ড পয়েন্ট নিয়ে এবারের লিগশিল্ডজয়ী মোহনবাগান (ছবি: মোহনবাগান এক্স)
1/10

তিন সপ্তাহ আগে যে শহরে হেরে লিগ শিল্ড জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল, সেই শহরে, সেই মাঠেই একই দলকে হারিয়ে আইএসএল জেতে মুম্বই সিটি এফসি।
2/10

তবে আইএসএল ফাইনালে মুম্বইয়ের কাছে হারলেও, এবারের লিগ শিল্ড রেকর্ড গড়ে জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট।
3/10

লিগপর্বে ১৫টি জয়সমেত কোনও দলের সর্বকালের সর্বোচ্চ ৪৮ পয়েন্ট নিয়ে শিল্ড জেতে সবুজ মেরুন বাহিনী।
4/10

দল হারলেও, মরশুমের সেরা ফুটবলার হিসাবে গোল্ডেন বল আসে দিমিত্রি পেত্রাতোসের দখলে। তিনি ১০টি গোল করার পাশাপাশি সাতটি অ্যাসিস্টও দেন।
5/10

৩১ বছর বয়সি গ্রীক স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামান্তাকোস ১৩টি গোল করে টুর্নামেন্টের গোল্ডেন বুট নিজের নামে করেন।
6/10

২২ ম্যাচে ৪২টি সেভ, নয়টি ক্লিনশিট এবং কিছু অবিস্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া মুম্বইয়ের পূর্বা লাচেংপা এবারের গ্লোডেন গ্লাভজয়ী।
7/10

মুম্বই সিটি এফসিরই ছয় নম্বর জার্সিধারী বিক্রম প্রতাপ সিংহ এ মরশুমে সকলের নজর কেড়েছেন। ২২ বছর বয়সি তরুণ ফরোয়ার্ড আটটি গোল গোল করেছেন এবং চারটি অ্যাসিস্ট দিয়েছেন এবার।
8/10

জামশেদপুরের মাঠ এবারের সেরা ফুটবল পিচের পুরস্কার জিতেছে।
9/10

পরবর্তী প্রজন্মের তারকাদের তুলের আনার সম্মানিত হয়েছে বেঙ্গালুরু এফসি। জিতেছে সেরা এলিট ইয়ুথ প্রোগাম পুরস্কার।
10/10

আর একদম কচিকাচাদের তুলে আনার তাদের প্রচেষ্টার জন্য সেরা গ্রাসরুট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এফসি গোয়াকে।
Published at : 05 May 2024 08:16 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
