এক্সপ্লোর
Kohli in Pics:ব্যাটে ঝলমলে ইনিংস, হারে হতাশা, মাঠে নানা মুডে কোহলি
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/17/445611f26677a6e573ed9af93982664a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিরাট কোহলি
1/8
![ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টি ২০ ম্যাচ ভারতের পক্ষে ভালো গেল না। আট উইকেটে হেরে সিরিজে ২-১ পিছিয়ে গিয়েছে মেন ইন ব্লু ব্রিগেড। (ছবি সৌজন্যে এএফপি)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/17/9809d2c2a61cddadbbb3f61f1db58b1559161.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টি ২০ ম্যাচ ভারতের পক্ষে ভালো গেল না। আট উইকেটে হেরে সিরিজে ২-১ পিছিয়ে গিয়েছে মেন ইন ব্লু ব্রিগেড। (ছবি সৌজন্যে এএফপি)
2/8
![গতকালের ম্যাচে ইংরেজ বোলারদের বিরুদ্ধে হিমশিম খেতে হয়েছে ভারতের টপ অর্ডারকে। কিন্তু এরইমধ্যে ব্যতিক্রম অধিনায়ক বিরাট কোহলি। বাইশ গজে ফের দাপট দেখা গেল তাঁর ব্যাটে। ৪৬ বলে ৭৭ রানের ঝলমলে ইনিংস এল তাঁর ব্যাট থেকে। (ছবি সৌজন্যে এএফপি)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/17/7a24871b96bb6d3fc30bf68b60a114842d85c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গতকালের ম্যাচে ইংরেজ বোলারদের বিরুদ্ধে হিমশিম খেতে হয়েছে ভারতের টপ অর্ডারকে। কিন্তু এরইমধ্যে ব্যতিক্রম অধিনায়ক বিরাট কোহলি। বাইশ গজে ফের দাপট দেখা গেল তাঁর ব্যাটে। ৪৬ বলে ৭৭ রানের ঝলমলে ইনিংস এল তাঁর ব্যাট থেকে। (ছবি সৌজন্যে এএফপি)
3/8
![পিচের বাউন্স ও ক্যারির সুযোগের সদ্ব্যবহারের চেষ্টা করেন ইংল্যান্ডের বোলাররা। কোহলিকে শর্ট ডেলিভারির ফাঁদে ফেলার চেষ্টা করেন। কিন্তু ইংরেজ বোলারদের কৌশল ছিন্নভিন্ন করে দেন তিনি। মার্ক উডের একটি শর্ট বলে ছয় মারতে কোহলিকে দেখা যাচ্ছে এই ছবিতে। (ছবি সৌজন্যে এএফপি)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/17/f0049463bc8e80cbff6b4e001fe0824edc7b2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পিচের বাউন্স ও ক্যারির সুযোগের সদ্ব্যবহারের চেষ্টা করেন ইংল্যান্ডের বোলাররা। কোহলিকে শর্ট ডেলিভারির ফাঁদে ফেলার চেষ্টা করেন। কিন্তু ইংরেজ বোলারদের কৌশল ছিন্নভিন্ন করে দেন তিনি। মার্ক উডের একটি শর্ট বলে ছয় মারতে কোহলিকে দেখা যাচ্ছে এই ছবিতে। (ছবি সৌজন্যে এএফপি)
4/8
![উদ্ভাবনী ক্ষমতাই সাফল্যের চাবিকাঠি! ইংল্যান্ডের ফাস্ট বোলারদের সামলাতে যখন ভারতের অন্য ব্যাটসম্যানরা সমস্যায় পড়েন, তখন ক্রিজে অটল ছিলেন কোহলি। এমনকি ইয়র্কার বলেও বাউন্ডারি মারেন তিনি। (ছবি সৌজন্যে এএফপি)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/17/22cda024aa629157c53d0e4592a65103940cb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উদ্ভাবনী ক্ষমতাই সাফল্যের চাবিকাঠি! ইংল্যান্ডের ফাস্ট বোলারদের সামলাতে যখন ভারতের অন্য ব্যাটসম্যানরা সমস্যায় পড়েন, তখন ক্রিজে অটল ছিলেন কোহলি। এমনকি ইয়র্কার বলেও বাউন্ডারি মারেন তিনি। (ছবি সৌজন্যে এএফপি)
5/8
![ফিল্ডিংয়ের সময় দলের বোলারদের উৎসাহ যোগালেন তিনি। এই ছবিতে ডেভিড মালানকে আউট করার পর ওয়াশিংটন সুন্দরের পিঠ চাপড়ে দিতে দেখা যাচ্ছে কোহলিকে। ইংল্যান্ডের স্কোর তখন ২ উইকেটে ৮১। জয়ের সুযোগ তখনও ছিল ভারতের সামনে। (ছবি সৌজন্যে এএফপি)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/17/3636d94c97ac533e824055418ab533fb86d08.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফিল্ডিংয়ের সময় দলের বোলারদের উৎসাহ যোগালেন তিনি। এই ছবিতে ডেভিড মালানকে আউট করার পর ওয়াশিংটন সুন্দরের পিঠ চাপড়ে দিতে দেখা যাচ্ছে কোহলিকে। ইংল্যান্ডের স্কোর তখন ২ উইকেটে ৮১। জয়ের সুযোগ তখনও ছিল ভারতের সামনে। (ছবি সৌজন্যে এএফপি)
6/8
![সিরিজের লড়াই খুবই জমে উঠেছে। এখনও দুটি ম্যাচ বাকি। আগামী ম্যাচে হারলেই ভারত সিরিজে হারবে। তাই ওই ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য হবে টিম ইন্ডিয়ার (ছবি-এএফপি)।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/17/31f89036e6b316a1ba3f865a7f3b5f1393880.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সিরিজের লড়াই খুবই জমে উঠেছে। এখনও দুটি ম্যাচ বাকি। আগামী ম্যাচে হারলেই ভারত সিরিজে হারবে। তাই ওই ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য হবে টিম ইন্ডিয়ার (ছবি-এএফপি)।
7/8
![বেয়ারস্টো ও বাটলারের দুরন্ত ব্যাটিং ইংল্যান্ডকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। বাটলার ৮৩ ও বেয়ারস্টো ৪০ রান করেন। মাত্র ১৮.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।(ছবি-এএফপি)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/17/d54c5e4436ffa772d813f15cb3b4db28de109.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বেয়ারস্টো ও বাটলারের দুরন্ত ব্যাটিং ইংল্যান্ডকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। বাটলার ৮৩ ও বেয়ারস্টো ৪০ রান করেন। মাত্র ১৮.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।(ছবি-এএফপি)
8/8
![হতাশায় মাঠেই বসে পড়েন কোহলি। ম্যাচের পর অধিনায়ক বলেছেন, ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে আমাদের শরীরী ভাষা ঠিক ছিল বলে মনে করি না। ১৬০ রান ডিফেন্ড করতে গেলে যে তীব্রতা ও উদ্যম দরকার হয়, তা ছিল না। (ছবি-এএফপি)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/17/27ab1906790e5128ff6297589dff695782179.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
হতাশায় মাঠেই বসে পড়েন কোহলি। ম্যাচের পর অধিনায়ক বলেছেন, ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে আমাদের শরীরী ভাষা ঠিক ছিল বলে মনে করি না। ১৬০ রান ডিফেন্ড করতে গেলে যে তীব্রতা ও উদ্যম দরকার হয়, তা ছিল না। (ছবি-এএফপি)
Published at : 17 Mar 2021 05:21 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)