অসম পুলিশের ডেপুটি সুপারিটেনডেন্ট হিসেবে নিযুক্ত হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দৌড়বিদ হিমা দাস। এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সরকারিভাবে নিযুক্ত হয়ে হিমা জানান, ছোটবেলার স্বপ্নপূরণ হল।
2/5
অসমের মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনওয়াল অনুষ্ঠানমঞ্চে হিমার হাতে তুলে দেন নিয়োগপত্র। অসম পুলিশের শীর্ষস্থানীয় কর্তারা হাজির ছিলেন যে অনুষ্ঠানে।
3/5
অসমের ইন্টিগ্রেটেড স্পোর্টস পলিসি অনুসারে অসম পুলিশের ডেপুটি সুপারিটেনডেন্ট পদে নিযুক্ত হন হিমা। নিয়োগপত্র পান ৫৯৭ সাব-ইনস্পেক্টরও।
4/5
তরুণরা যাতে ক্রীড়াক্ষেত্রকে কেরিয়ার করার পথে এগিয়ে যেতে পারে, তাই নতুন ইন্টিগ্রেগেড স্পোর্টস পলিসি এনেছে অসম সরকার। নতুন চাকরি পাওয়া রাজ্যের ক্রীড়াবিদদের সঙ্গে ফটোসেশনে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।
5/5
নতুন চাকরি পাওয়ার পর অনুষ্ঠানম়্চে দাঁড়িয়ে হিমা বলেন, ‘স্কুলে পড়ার সময় থেকে পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখতাম। মা সবসময় চাইত, অসম পুলিশে কাজ করি। তাই এদিন আমার ছোটবেলার স্বপ্নপূরণ হল।’ (সব ছবি-হিমা দাসের টুইটার)