এক্সপ্লোর
R Ashwin: আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট অশ্বিনের, প্রথম দিনই নজর কাড়লেন স্পিনজালে
India vs West Indies: অশ্বিনের দাপটে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনই জয়ের গন্ধ ভারতীয় শিবিরে।
R Ashwin
1/10

টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বাবা ও ছেলে দু'জনেরই উইকেট তুলে নেওয়ার কৃতিত্ব ঝুলিতে পুরলেন ভারতীয় বোলার।
2/10

ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে ক্যারিবিয়ান ব্যাটার তেজনারায়ণ চন্দ্রপলের (১২) উইকেট নেন অশ্বিন। তেজনারায়ণ ওয়েস্ট ইন্ডিজের প্রখ্যাত ব্যাটার শিবনারায়ণ চন্দ্রপলের (Shivnarine Chanderpaul) ছেলে।
3/10

টেস্টে ক্রিকেটের মঞ্চে ২০১১ সালের রবিচন্দ্রন অশ্বিন প্রথমবার শিবনারায়ণ চন্দ্রপলের উইকেট পেয়েছিলেন। যারপর একাধিকবার সিনিয়র চন্দ্রপল হয়েছেন অ্যাশের ভেলকির শিকার।
4/10

এবার তাঁর শিকার হলেন জুনিয়র চন্দ্রপলও। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলার প্রথম দিনে চা পানের বিরতি পর্যন্ত চারটি উইকেট নিয়েছেন অশ্বিন।
5/10

তেজনারায়ন চন্দ্রপল (Tagenarine Chanderpaul) ছাড়াও অধিনায়ক তথা ওয়েস্ট ইন্ডিজের অপর ওপেনার ক্রেগ ব্রেথওয়েট, অ্যালিক আথাজানে ও আলজারি জোসেফেকেও সাজঘরে ফিরিয়েছেন অশ্বিন যার মাঝে আন্তর্জাতিক কেরিয়ারে ৭০০ উইকেট নেওয়ার কীর্তিও গড়ে ফেলেন তিনি।
6/10

প্রথম টেস্টের প্রথম দিনে চা বিরতি পর্যন্ত ১৩৭ রান তুলতে গিয়েই ৮ উইকেট খুইয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। অশ্বিনের ৪ উইকেটের পাশাপাশি জোড়া উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। শার্দুল ঠাকুর ও মহম্মদ সিরাজ একটি করে উইকেট পেয়েছেন।
7/10

ডমিনিকায় উইন্ডসর পার্কে প্রথম দিনের ছবিটা ক্যারিবিয়ান শিবিরের কাছে হতাশাজনক। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন চা পানের বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৩৭/৮। দেড়শো রান পেরতে পারবে কি না, তা নিয়েই সন্দেহ।
8/10

ভারতীয় বোলারদের মধ্যে ঘাতক হিসাবে হাজির আর অশ্বিন। ৪৯ রানে তিনি নিলেন ৪ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে সাতশো উইকেট হয়ে গেল তামিলনাড়ুর অফস্পিনারের।
9/10

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের মধ্যে কিছুটা লড়াই করলেন একমাত্র অ্যালিক অ্যাথানাজ়। ৪৭ রান করেন তিনি। অ্যালিকও অশ্বিনের শিকার।
10/10

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি ভারতের প্রথম একাদশে সুযোগ পাননি। রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও রোহিত শর্মার (Rohit Sharma) টিম ম্যানেজমেন্টের মনে হয়েছিল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বার্মিংহামের সেই ফাইনালে একমাত্র স্পিনার হিসাবে খেলা উচিত রবীন্দ্র জাডেজারই (Ravindra Jadeja)। টেস্টে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা স্পিনারকে তাই বাইরেই বসতে হয়েছিল। যা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। বিশেষজ্ঞরা অনেকেই ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। যার জবাব দিলেন অশ্বিন। - পিটিআই ফাইল ছবি ও বিসিসিআই
Published at : 13 Jul 2023 12:50 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























