এক্সপ্লোর
Andrew Symonds IPL record: আইপিএলেও এক অনন্য নজির গড়েছিলেন সাইমন্ডস
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/15/a27a1aac0a4d6135a653f186506f1d25_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আইপিএলেও অনন্য নজির সাইমন্ডসের
1/10
![বিশ্ব ক্রিকেটের এক কালো দিন। নক্ষত্রপতন হয়েছে রবিবার। প্রয়াত হয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/15/156005c5baf40ff51a327f1c34f2975bca21b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিশ্ব ক্রিকেটের এক কালো দিন। নক্ষত্রপতন হয়েছে রবিবার। প্রয়াত হয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস।
2/10
![মাত্র ৪৬ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান অজি তারকা। নিজেই গাড়ি চালাচ্ছিলেন সাইমন্ডস।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/15/032b2cc936860b03048302d991c3498f86d7c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মাত্র ৪৬ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান অজি তারকা। নিজেই গাড়ি চালাচ্ছিলেন সাইমন্ডস।
3/10
![আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক রেকর্ডের মালিক সাইমন্ডস আইপিএলেও এক অনন্য নজির গড়েছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/15/799bad5a3b514f096e69bbc4a7896cd93e454.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক রেকর্ডের মালিক সাইমন্ডস আইপিএলেও এক অনন্য নজির গড়েছিলেন।
4/10
![২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুমে ডেকান চার্জাস তাঁকে কিনে নিয়েছিল। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন অজি অলরাউন্ডার। সাইমন্ডসকে ১৩ লক্ষ ৫০ হাজার ডলার দিয়ে কিনেছিল সানরাইজার্স।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/15/8cda81fc7ad906927144235dda5fdf1556eda.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুমে ডেকান চার্জাস তাঁকে কিনে নিয়েছিল। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন অজি অলরাউন্ডার। সাইমন্ডসকে ১৩ লক্ষ ৫০ হাজার ডলার দিয়ে কিনেছিল সানরাইজার্স।
5/10
![তিন বছর হায়দরাবাদের হয়ে খেলেছিলেন সাইমন্ডস। ২০০৯ সালে হায়দরাবাদের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সাইমন্ডসের বিরাট ভূমিকা ছিল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/15/fe5df232cafa4c4e0f1a0294418e566050f0f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তিন বছর হায়দরাবাদের হয়ে খেলেছিলেন সাইমন্ডস। ২০০৯ সালে হায়দরাবাদের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সাইমন্ডসের বিরাট ভূমিকা ছিল।
6/10
![তিন বছর সানরাইজার্সের হয়ে খেলার পর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একটি মরসুম আইপিএলে খেলেছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/15/30e62fddc14c05988b44e7c02788e18788073.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তিন বছর সানরাইজার্সের হয়ে খেলার পর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একটি মরসুম আইপিএলে খেলেছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস।
7/10
![৩৯টি ম্যাচে ব্যাট হাতে সাইমন্ডস আইপিএল-এ করেন মোট ৯৭৪ রান। স্ট্রাইক রেট ১২৯.৮৭। গড় ৩৬.০৭। একটি সেঞ্চুরি ও ৫টি অর্ধশতরান রয়েছে সাইমন্ডসের ঝুলিতে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/15/ae566253288191ce5d879e51dae1d8c3d862d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
৩৯টি ম্যাচে ব্যাট হাতে সাইমন্ডস আইপিএল-এ করেন মোট ৯৭৪ রান। স্ট্রাইক রেট ১২৯.৮৭। গড় ৩৬.০৭। একটি সেঞ্চুরি ও ৫টি অর্ধশতরান রয়েছে সাইমন্ডসের ঝুলিতে।
8/10
![২০১০ সালের মরশুম সাইমন্ডসের জন্য সবচেয়ে ভালো ছিল। সেবার ১৬ ম্যাচে ৪২৯ রান করেছিলেন তিনি। সঙ্গে ছিল ৪টি অর্ধশতরান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/15/1b92d711de11477792f86eecdb8e5c7c5068c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১০ সালের মরশুম সাইমন্ডসের জন্য সবচেয়ে ভালো ছিল। সেবার ১৬ ম্যাচে ৪২৯ রান করেছিলেন তিনি। সঙ্গে ছিল ৪টি অর্ধশতরান।
9/10
![তারকা অলরাউন্ডার সাইমন্ডস বল হাতেও সমান কার্যকরী ছিলেন। ৩৯টি আইপিএল ম্যাচে নেন ২০টি উইকেট। তাঁর সেরা বোলিং পার্ফর্ম্যান্স দিল্লির বিরুদ্ধে। বারাবতি স্টেডিয়ামে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন সাইমন্ডস।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/15/d0096ec6c83575373e3a21d129ff8fefb4b60.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তারকা অলরাউন্ডার সাইমন্ডস বল হাতেও সমান কার্যকরী ছিলেন। ৩৯টি আইপিএল ম্যাচে নেন ২০টি উইকেট। তাঁর সেরা বোলিং পার্ফর্ম্যান্স দিল্লির বিরুদ্ধে। বারাবতি স্টেডিয়ামে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন সাইমন্ডস।
10/10
![২০১০ সালের মরশুম সাইমন্ডসের জন্য বল হাতে সবচেয়ে ভালো ছিল। সেই মরশুমে তিনি ১২ উইকেট পেয়েছিলেন। নিজের আইপিএল কেরিয়ারে ৩ বার ম্যাচের সেরাও হয়েছিলেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/15/18e2999891374a475d0687ca9f989d833dd18.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১০ সালের মরশুম সাইমন্ডসের জন্য বল হাতে সবচেয়ে ভালো ছিল। সেই মরশুমে তিনি ১২ উইকেট পেয়েছিলেন। নিজের আইপিএল কেরিয়ারে ৩ বার ম্যাচের সেরাও হয়েছিলেন তিনি।
Published at : 15 May 2022 04:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)