এক্সপ্লোর
Hardik Pandya: মুম্বই ইন্ডিয়ান্স দলে একঘরে হার্দিক! জল্পনা উস্কে দিল ধোনিকে নিয়ে করা মন্তব্য
IPL 2024: আইপিএলে ভাল জায়গায় নেই মুম্বই ইন্ডিয়ান্স। ৬ ম্যাচের মধ্যে ৪টিতে হেরে গিয়েছে মুম্বই।
হার্দিকের কথায় কীসের ইঙ্গিত? - পিটিআই
1/10

গুজরাত টাইটান্স ছেড়ে যখন তিনি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন, আর রোহিত শর্মাকে সরিয়ে তাংকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হল, তখন থেকে বিতর্কে দগ্ধ হচ্ছেন হার্দিক পাণ্ড্য।
2/10

আইপিএলে ভাল জায়গায় নেই মুম্বই ইন্ডিয়ান্স। ৬ ম্যাচের মধ্যে ৪টিতে হেরে গিয়েছে মুম্বই।
3/10

রবিবার রুতুরাজ গায়কোয়াড়-ধোনিদের চেন্নাই সুপার কিংসের কাছে ২০ রানে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স।
4/10

তারপরই হার্দিকের একটি মন্তব্য় নিয়ে জলঘোলা হচ্ছে।
5/10

হার্দিক বলেন, 'ওদের উইকেটের পিছনে এমন একটা লোক থাকে যে জানে কোনটায় কাজ দেয়।'
6/10

সেই মন্তব্য শুনে অনেকের মনে হয়েছে, ধোনির মতো কি তবে কেউ নেই তাঁর দলে? তিনি কি নিজের দলেই একা?
7/10

জল্পনা উস্কে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট জানিয়েছেন, নিশ্চয়ই সব কিছু ঠিক নেই মুম্বই ইন্ডিয়ান্সে।
8/10

হার্দিকের মুখে ধোনির প্রশংসা শুনে গিলক্রিস্ট বলেছেন, 'ধোনিকে নিয়ে বলা কথাটা খুব আগ্রহজনক। যেন মনে হচ্ছে নিজের দলেই একা হার্দিক।'
9/10

গিলক্রিস্ট বলেছেন, 'ওর এই কথা থেকে মনে হচ্ছে দলে সমর্থন পাচ্ছে না। হার্দিকের এই মুহূর্তের মানসিক অবস্থা ফুটে উঠছে এই কথায়।'
10/10

৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছেন হার্দিকরা। - পিটিআই
Published at : 16 Apr 2024 11:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















