এক্সপ্লোর
Praggnanandhaa: কিংবদন্তি ফিশার-কার্লসেনের পর তৃতীয় কনিষ্ঠতম দাবাড়ু হিসাবে এই নজির প্রজ্ঞাননন্দের
Chess World Cup: বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে দাবা বিশ্বকাপের ফাইনালে খেললেন প্রজ্ঞাননন্দ।

Praggnanandhaa
1/10

বৃহস্পতিবার সকাল থেকে সমস্ত ভারতীয়র নজর ছিল আজেরবাইজানের বাকুতে। যেখানে দাবা বিশ্বকাপের ফাইনালে খেতাবি লড়াইয়ে নেমেছিলেন আর প্রজ্ঞাননন্দ (Praggnanandhaa)।
2/10

প্রতিপক্ষ ছিলেন ম্যাগনাস কার্লসেন। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করেও হার স্বীকার করতে হল চেন্নাইয়ের বিস্ময় দাবাড়ুকে। চ্যাম্পিয়ন হলেন কার্লসেন। রানার আপ প্রজ্ঞাননন্দ।
3/10

তবে এই ফলের পর ২০২৪ সালে ক্যান্ডিডেটস টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করলেন প্রজ্ঞাননন্দ। কানাডায় হবে যে টুর্নামেন্ট।
4/10

কিংবদন্তি ববি ফিশার (Bobby Fischer) ও কার্লসেনের (Magnus Carlsen) পর তৃতীয় কনিষ্ঠতম দাবাড়ু হিসাবে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করলেন প্রজ্ঞাননন্দ।
5/10

বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে দাবা বিশ্বকাপের ফাইনালে খেললেন প্রজ্ঞাননন্দ।
6/10

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কার্লসেন পেলেন ১ লক্ষ ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার মূল্য। ভারতীয় মুদ্রায় প্রায় ৯১ লক্ষ টাকা।
7/10

রানার আপ হয়ে প্রজ্ঞাননন্দ পেলেন ৮০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৬৭ লক্ষ টাকা।
8/10

ষষ্ঠবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হলেন ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen)। নরওয়ের দাবাড়ুর অভিজ্ঞতার কাছে পরাজয় স্বীকার করতে হল চেন্নাইয়ের গ্র্যান্ডমাস্টারকে।
9/10

যদিও প্রজ্ঞাননন্দের লড়াইকে কুর্নিশ করছে দাবার দুনিয়া। ফাইনালে তিনি হারলেও, প্রবল চাপে রেখেছিলেন কিংবদন্তি কার্লসেনকে।
10/10

বৃহস্পতিবার অবশ্য ব়্যাপিড পর্বে প্রথম রাউন্ডে হেরে যান প্রজ্ঞাননন্দ। দ্বিতীয় ব়্যাপিড গেমে জিততেই হতো তাঁকে। কিন্তু সেই গেম ড্র করেন প্রজ্ঞাননন্দ। ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট উঠল কার্লসেনের মাথায়। ছবি - পিটিআই
Published at : 24 Aug 2023 10:53 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
