এক্সপ্লোর
Vijay Hazare Trophy: ব্যর্থ রসুলের লড়াই, সল্টলেকে জয় বাংলা
web-cricket-still-280221
1/11

বিজয় হজারে ট্রফিতে জম্মু ও কাশ্মীরকে ৮২ রানে হারাল বাংলা।
2/11

শনিবার প্রথমে ব্যাট করে চার উইকেটে ৩৬৮ রান করে বাংলা। ৯৯ রান করেন অভিমন্যু ঈশ্বরন।
3/11

৬২ বলে ৫৫ রান করেন ঋত্বির রায়চৌধুরী।
4/11

৮৪ বলে ৯২ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক অনুষ্টুপ মজুমদার।
5/11

১৭ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন শাহবাজ় আহমেদ।
6/11

জবাবে ২৮৬ রানে শেষ হয়ে যায় জম্মু ও কাশ্মীরের ইনিংস।
7/11

৪৬ রানে ৪ উইকেট নিয়েছেন অর্ণব নন্দী।
8/11

শাহবাজ আমেদের ঝুলিতে এক উইকেট।
9/11

পরের রাউন্ডে যেতে বাংলার সামনে অঙ্ক খুবই কঠিন। শেষ ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে বিশাল ব্যবধানে জিততে হবে বাংলাকে। সেই সঙ্গে অপেক্ষা করে থাকতে হবে চণ্ডীগড়ের বড় হারের জন্যও।
10/11

বাংলার পয়েন্ট ৮। বাকি আর একটি ম্যাচ।
11/11

শেষ ম্যাচে বাংলার প্রতিপক্ষ হরিয়ানা। ছবি: সিএবি
Published at : 28 Feb 2021 09:47 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























