এক্সপ্লোর
Kohli Out in Duck: কতবার ওয়ান ডে-তে শূন্য রানে ফিরেছেন কোহলি? শুনলে অবাক হবেন
Virat_Kohli_(12)
1/10

কেশব মহারাজের (Keshav Maharaj) বলটা পড়েছিল অফস্টাম্পের সামান্য বাইরে। পা বাড়িয়ে ড্রাইভ করতে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু বল মাটিতে রাখতে পারলেন না। কভারে সহজ ক্যাচ দিয়ে বসলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার (Temba Bavuma) হাতে। ৫ বল খেলে কোনও রান না করে ফিরলেন কিংগ কোহলি। ওয়ান ডে ক্রিকেটে দু'বছরেরও বেশি সময় পর শূন্য রানে ফিরলেন কোহলি।
2/10

কোহলির ওয়ান ডে কেরিয়ারে নজর রাখলে দেখা যাবে, শুক্রবারই প্রথম নয়। এর আগে আরও ১৩ বার কোনও রান না করে ফিরেছেন। যাকে ক্রিকেটীয় পরিভাষায় বলা হয় 'ডাক' করে ফিরেছেন। সব মিলিয়ে মোট ১৪ ওয়ান ডে-তে শূন্য রানে আউট হয়েছেন বিরাট।
Published at : 21 Jan 2022 05:42 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















