Sim Cards: প্রথম সে দিনের কথা, ফিরে দেখা আপনার সিম
By : abp ananda | Updated at : 18 Jul 2022 08:36 PM (IST)
প্রতীকী ছবি
1/10
ভারতে এখন ৫জি স্মার্টফোনের রমরমা। পরিষেবা চালু না হলেও ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করবে এমন ফোন দেশের বাজারে ছেয়ে গিয়েছে। ৪জি ফোনের তুলনায় দামও বেশ খানিকটা, অন্তত হাজার তিনেক তো বেশি বটেই। আর এইসব স্মার্টফোনের সঙ্গে সিম কার্ডের দুনিয়াতেও আধিপত্য জমিয়েছে হাতেগোনা কয়েকটি সংস্থা।
2/10
অথচ একসময় কিন্তু ভারতের চিত্রটা এমন ছিল না। বরং গ্রাহকদের কাছে অনেক সুযোগ ছিল। পছন্দ মতো সিম বেছে নেওয়ার স্বাধীনতা ছিল। কিন্তু এখন ভোডাফোন-আইডিয়া, ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও... এর বেড়াজালেই আবদ্ধ ব্যবহারকারীরা।
3/10
ভারতে আগে কোন কোন কোম্পানির সিম পাওয়া যেত, কীভাবেই বা তারা বন্ধ হয়ে গেল, কারাই বা নাম বদলে কিংবা অন্য সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এখনও টিকে রয়েছে---- চলুন একবার হেঁটে নেওয়া যাক নস্ট্যালজিয়ার সেই সরণীতে।
4/10
একসময় ভোডাফোনের নাম ছিল হাচ। পরে নাম বদলে সংস্থা নাম হয় ভোডাফোন। হালফিলে এই কোম্পানির সঙ্গে জুড়ে গিয়েছে আইডিয়া সংস্থা। একসময় আলাদা করেই ভারতে চালু হয়েছিল আইডিয়ার হলুদ রঙের সিম। রিচার্জও হতো বেশ সস্তায়।
5/10
সস্তায় রিচার্জ প্ল্যান নিয়ে ভারতে হাজির হয়েছিল আরও একটি কোম্পানির সিম, যার নাম ছিল ইউনিনর। ২০০৯ সালের ডিসেম্বর মাসে ভারতে এসেছিল এই সিম। ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি মধ্যরাতের পর থেকে কলকাতা, মুম্বই এবং পশ্চিমবঙ্গের অন্যত্র বন্ধ হয় এই সিমের পরিষেবা।
6/10
কলেজ লাইফে নব্বইয়ের দশকের ছেলেমেয়েরা টাটা ডোকোমোর সিম ব্যবহার করেননি, এমন সংখ্যা বনেহাতই হাতেগোনা। ২০০৯ সালের জুন মাসে এই সিমের প্রচলন হয় ভারতে। এরপর ২০১৯ সালের ১ জুলাই এয়ারটেল কোম্পানি এই সংস্থাকে অধিগ্রহণ করে এবং ২১ জুলাই থেকে বন্ধ হয় ডোকোমোর পরিষেবা।
7/10
একসময় ব্যাপকভাবে চল ছিল এয়ারসেলের সিমের। তবে এই ভারতীয় টেলিকম সংস্থার সিমের চল বাংলায় এখন আর সেভাবে দেখাই যায় না। অথচ একসময় এয়ারসেলে ৯ টাকার রিচার্জ প্ল্যান ছিল। ২জি/৩জি আনলিমিটেড ডেটা পাওয়া যেত এই রিচার্জ প্ল্যানে।
8/10
MTNL নেটওয়ার্কেরও চল ছিল আমাদের কলকাতা শহরে। তবে এখন সেইসব অতীত। তরুণ প্রজন্মরা হয়তো এই টেলিকম সংস্থার নাম নাও শুনে থাকতে পারেন।
9/10
বর্তমানে রিলায়েন্সের সমার্থক শব্দ জিও হলেও একসময় রিলায়েন্স সিডিএমএ এবং জিএসএম- এর ব্যাপক ব্যবহার ছিল। তবে এখন পুরো নেটওয়ার্কই এলটিই এবং VolTE- তে স্থানান্তরিত হয়েছে।
10/10
আগামী দিনে ভারতে ৫জি নেটওয়ার্ক পরিষেবা চালু হলে, কোন টেলিকম সংস্থা আধিপত্য কায়েম করে সেটাই এখন দেখার।