এক্সপ্লোর
দুটি সেলফি ক্যামেরা রয়েছে এই স্মার্টফোনগুলিতে, জেনে নিন গুণগত মান ও দাম
OPPO F17 Pro:
1/6

Realme 6 Pro: এই স্মার্টফোনে ডুয়াল সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি। যার একটি ক্যামেরা 16 মেগাপিক্সেল ও অন্যটি 8 মেগাপিক্সেলের। এর মূল্য শুরু 17999 টাকা থেকে। 6 GB RAM ও 64 GB ইন্টারনাল মেমরি সহ ভ্যারিয়েন্টের জন্য এই টাকা দিতে হয়। এতে একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ ও একটি 4300 mAh ব্যাটারি রয়েছে।
2/6

OPPO F17 Pro: এই স্মার্টফোনেও পাবেন ডুয়াল সেলফি ক্যামেরা। এর একটি ক্যামেরা 16 মেগাপিক্সেলের, অন্যটি 2 মেগাপিক্সেলের। এই ফোনের মূল্য শুরু 1,990 টাকা থেকে। ফোনের 8 GB RAM ও 128 GB ইন্টারনাল মেমরি ভ্যারিয়েন্ট কেবল এই দামে পাবেন। এতে একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ ও 4015mAh ব্যাটারি রয়েছে।
Published at : 07 May 2022 10:55 PM (IST)
আরও দেখুন






















