এক্সপ্লোর
Smartphones: অ্যামাজনের সেলে কোন ফোন লঞ্চের সময়ের তুলনায় কতটা কম দামে পাওয়া যাচ্ছে দেখে নিন
Amazon India: বর্তমানে Extra Happiness Days সেল চলছে অ্যামাজন ইন্ডিয়ার সাইটে। সেখানে কোন ফোন কতটা কম দামে পাওয়া যাচ্ছে দেখে নিন।
![Amazon India: বর্তমানে Extra Happiness Days সেল চলছে অ্যামাজন ইন্ডিয়ার সাইটে। সেখানে কোন ফোন কতটা কম দামে পাওয়া যাচ্ছে দেখে নিন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/09/4cae6c854a6bd3df5edd6a15f8e9af961665314594388485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রতীকী ছবি
1/10
![অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল এখন তাদের অফারের নতুন পর্যায় Extra Happiness Days সেল শুরু করেছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/09/8a2ff64a1db61dc51ef8101d8b9d288861685.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল এখন তাদের অফারের নতুন পর্যায় Extra Happiness Days সেল শুরু করেছে।
2/10
![অ্যাক্সিস ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেতারা ইনস্ট্যান্ট ১০ শতাংশ ছাড় পাবেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/09/df8d8c1ac8f6cccfd42a3907f31ba785dcb10.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অ্যাক্সিস ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেতারা ইনস্ট্যান্ট ১০ শতাংশ ছাড় পাবেন।
3/10
![বেশ কয়েকটি জনপ্রিয় স্মার্টফোনের মডেলে ব্যাপক ছাড় দেওয়া হচ্ছে Extra Happiness Days সেলে। থাকছে এক্সচেঞ্জ অফার, নো-কস্ট ইএমআই অপশন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/09/f0c72212a420966d2db1d8937b125d738da11.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বেশ কয়েকটি জনপ্রিয় স্মার্টফোনের মডেলে ব্যাপক ছাড় দেওয়া হচ্ছে Extra Happiness Days সেলে। থাকছে এক্সচেঞ্জ অফার, নো-কস্ট ইএমআই অপশন।
4/10
![তার ফলে ফোনের দাম আসল দামের থেকে অনেকটাই কম হচ্ছে। দেখে নেওয়া যাক কোন কোন ফোনের দামে ছাড় রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/09/0b33055701b6431277faab6bffce9debb9064.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তার ফলে ফোনের দাম আসল দামের থেকে অনেকটাই কম হচ্ছে। দেখে নেওয়া যাক কোন কোন ফোনের দামে ছাড় রয়েছে।
5/10
![স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩- এই ফোন লঞ্চের সময় দাম ছিল ১,৭১,৯৯৯ টাকা। তবে এখন অ্যামাজনের সেলে পাওয়া যাচ্ছে, ১,১৯,৯৯৯ টাকায়। ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম এটা ধার্য করা হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/09/df5eeb5db74562936ded93fd9f48e9b12c370.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩- এই ফোন লঞ্চের সময় দাম ছিল ১,৭১,৯৯৯ টাকা। তবে এখন অ্যামাজনের সেলে পাওয়া যাচ্ছে, ১,১৯,৯৯৯ টাকায়। ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম এটা ধার্য করা হয়েছে।
6/10
![স্যামসাং গ্যালাক্সি এস২২- লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ৮৫,৯৯৯ টাকা। এখন অ্যামাজনে পাওয়া যাচ্ছে ৬২,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম এটা ধার্য হয়েছে। এক্সচেঞ্জ অফারে প্রায় ১৩ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/09/e37a780e46cce4d689dfc3ff322f59ec8e207.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
স্যামসাং গ্যালাক্সি এস২২- লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ৮৫,৯৯৯ টাকা। এখন অ্যামাজনে পাওয়া যাচ্ছে ৬২,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম এটা ধার্য হয়েছে। এক্সচেঞ্জ অফারে প্রায় ১৩ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে।
7/10
![শাওমি ১১টি প্রো- শাওমির এই ফোনের দাম অ্যামাজনের সেলে এখন ৩৪,৯৯৯ টাকা। প্রায় ৩০ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে এই ফোন। এক্সচেঞ্জ অফারে ১৮ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব এই ফোনের ক্ষেত্রে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/09/a8c8c2359d9cc6deffda0d700053c91bfdcac.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শাওমি ১১টি প্রো- শাওমির এই ফোনের দাম অ্যামাজনের সেলে এখন ৩৪,৯৯৯ টাকা। প্রায় ৩০ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে এই ফোন। এক্সচেঞ্জ অফারে ১৮ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব এই ফোনের ক্ষেত্রে।
8/10
![আইকিউওও জেড৬ প্রো ৫জি- লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ২৭,৯৯০ টাকা। তবে অ্যামাজনের সেলে এই ফোন এখন কেনা যাবে ২১,৯৯৯ টাকায়। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দামে প্রায় ২১ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/09/80516db86e0db65152af5692bed56cf34d469.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আইকিউওও জেড৬ প্রো ৫জি- লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ২৭,৯৯০ টাকা। তবে অ্যামাজনের সেলে এই ফোন এখন কেনা যাবে ২১,৯৯৯ টাকায়। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দামে প্রায় ২১ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
9/10
![রিয়েলমি নারজো ৫০ প্রো- রিয়েলমির এই ফোনের দাম লঞ্চের সময় ছিল ২৫,৯৯৯ টাকা। বর্তমানে অ্যামাজনের সেলে এই ফোন পাওয়া যাচ্ছে ১৭,৯৯৯ টাকায়। এই ৫জি ফোনের দামে প্রায় ৩১ শতাংশ ছাড় রয়েছে অ্যামাজনের এই সেলে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/09/e51c5e61f2e1dab05dfb1cea01ac624507138.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রিয়েলমি নারজো ৫০ প্রো- রিয়েলমির এই ফোনের দাম লঞ্চের সময় ছিল ২৫,৯৯৯ টাকা। বর্তমানে অ্যামাজনের সেলে এই ফোন পাওয়া যাচ্ছে ১৭,৯৯৯ টাকায়। এই ৫জি ফোনের দামে প্রায় ৩১ শতাংশ ছাড় রয়েছে অ্যামাজনের এই সেলে।
10/10
![রেডমি ৯ অ্যাক্টিভ- লঞ্চের সময় রেডমির এই ফোনের দাম ছিল ১০,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের সেলে পাওয়া যাচ্ছে ৮০৯৯ টাকায়। পুরনো ফোনের পরিবর্তে এই ফোন কিনলে এক্সচেঞ্জ অফার হিসেবে এই ফোনে পাওয়া যাবে ৭৬০০ টাকা ছাড়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/09/07dbce437c0628be7697f5787659f0d017fd4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রেডমি ৯ অ্যাক্টিভ- লঞ্চের সময় রেডমির এই ফোনের দাম ছিল ১০,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের সেলে পাওয়া যাচ্ছে ৮০৯৯ টাকায়। পুরনো ফোনের পরিবর্তে এই ফোন কিনলে এক্সচেঞ্জ অফার হিসেবে এই ফোনে পাওয়া যাবে ৭৬০০ টাকা ছাড়।
Published at : 09 Oct 2022 04:58 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)