এক্সপ্লোর
MG ZS Review: একবার চার্জ দিলেই ছুটবে ৩৭০ কিলোমিটার, চিন্তা নেই পেট্রোলের
ফাইল ছবি।
1/9

ভারতে বাড়ছে ইলেকট্রিক ভেহিকলের (Electric Vehicle) বা EV-গাড়ির চাহিদা। কিন্তু চাহিদার তুলনায় জোগান তুলনায় কম। সেই প্রয়োজন মেটাতে ভারতের বাজারে এল MG Motor-এর ZS মডেলের নতুন ফেসলিফ্ট ভার্সন। নতুন মডেলে জুড়েছে একাধিক ফিচার, বেড়েছে ব্যাটারির আয়তনও।
2/9

সহজে গাড়ি চালাতে EV-এর জুড়ি নেই। কিন্তু চিন্তা থাকে ব্য়াটারি নিয়ে। সেই চিন্তা এবার মিটে যাবে বলে বার্তা সংস্থার তরফে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে MG ZS-এর নয়া মডেলে রেঞ্জ হবে ৪৬১ কিলোমিটার। নতুন মডেলে আয়তনে বেড়েছে গাড়ির ব্যাটারিও।
Published at : 01 Apr 2022 06:52 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি





















