হোমফটো গ্যালারিপ্রযুক্তিMWC 2022: মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নজর কাড়ল কারা ? দেখে নিন নতুন এই ফোনগুলি
MWC 2022: মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নজর কাড়ল কারা ? দেখে নিন নতুন এই ফোনগুলি
By : abp ananda | Updated at : 05 Mar 2022 09:13 PM (IST)
Poco_X4_Pro
1/7
Upcoming Phones 2022: প্রতীক্ষার দিন শেষ হয়েছে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নিজেদের নতুন ফোন তুলে ধরেছে বিশ্বের টেক জায়ান্টরা। দেখে নিন, ২০২২ সালে এই মেলায় নজর কাড়ল কোন গ্যাজেটগুলি।
2/7
মোবাইল কংগ্রেসে তার ফ্ল্যাগশিপ Realme GT 2 সিরিজের স্মার্টফোন এনেছে রিয়েলমি। এই সিরিজে দুটি স্মার্টফোন রয়েছে। যার একটি রেগুলার GT2 অন্যটি প্রো সংস্করণ। Realme GT2 Pro হল বিশ্বের প্রথম স্মার্টফোন যা বায়ো-বেসড উপাদান ব্যবহার করে ডিজাইন করা হয়েছে।
3/7
Upcoming Phones 2022: এই টেক মেলাতেই দেখা গিয়ছে Nokia C2 সেকেন্ড এডিশন। যা আবার Nokia C21 সিরিজের নিচে রেখেছে কোম্পানি। এতে একটি 5.7-ইঞ্চি ডিসপ্লে ছাড়াও একটি 5MP রেয়ার ক্যামেরা ও একটি 2400mAh ব্যাটারি রয়েছে। এই স্মার্টফোন চলতি বছরের শেষে ভারতে আসার কথা। অন্তত তেমনই মনে করছে টেক ব্লগাররা।
4/7
MWC 2022-এ Poco M4 Pro স্মার্টফোনের ঘোষণা করেছে Xiaomi-এর সাব-ব্র্যান্ড Poco। কোম্পানি ইতিমধ্যেই ভারতে স্মার্টফোন লঞ্চের তারিখ ও দাম প্রকাশ করেছে। স্মার্টফোনটি 7 মার্চ ভারতে লঞ্চ হবে। এর সবথেকে নিচের মডেলের দাম 14,999 টাকা (6GB + 64GB)। এ ছাড়াও রয়েছে অন্য দুটি ভ্যারিয়েন্ট, যাতে 6GB RAM, 128GB স্টোরেজ ও 8GB RAM-এর সঙ্গে 128GB স্টোরেজ থাকবে। এর দাম হবে যথাক্রমে 16,499 ও 17,999 টাকা।
5/7
HMD Global এই ইভেন্টে Nokia C21 ও Nokia C21 Plus স্মার্টফোন সামনে এনেছে। কোম্পানির এই 'এন্ট্রি-লেভেল' স্মার্টফোনগুলি সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত বৈশিষ্ট্য দিচ্ছে৷ Nokia C21 Plus মডলে একটি 6.5-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এটি একটি 13MP রেয়ার ক্যামেরা সহ পাওয়া যাবে। অন্যদিকে Nokia C21-এ একই রকম ডিসপ্লে সাইজ দেওয়া রয়েছে। তবে সেই তুলনায় ব্যাটারি পাওয়ার ও ক্যামেরা ততটা ভাল নয় ফোনে। দুটি স্মার্টফোনই অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেমে চলে।
6/7
OnePlus এই বছরের শুরুতে চিনে তাদের OnePlus 10 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। MWC-তে সেই স্মার্টফোন সামনে এনেছে কোম্পানি। সংস্থা জানিয়েছে, এই স্মার্টফোন 2022 সালের মার্চের শেষে ভারতে লঞ্চ করা হবে। OnePlus 10 Pro হল কোম্পানির 2022 সালের প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন।
7/7
Xiaomi MWC 2022-এ কোনও নতুন স্মার্টফোন সামনে আনেনি। তবে এর সাব-ব্র্যান্ড Poco দুটি Poco X4 Pro ও Poco M4 Pro লঞ্চ করেছে। Poco X4 Pro এর দাম 299 ইউরো (প্রায় 25,137 টাকা) থেকে শুরু। স্মার্টফোনটি Snapdragon 695 চিপসেটে কাজ করে যা 8GB RAM ও 256GB স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে যা 67W দ্রুত চার্জিং সমর্থন করে।