এক্সপ্লোর
Smartphones launched in March: কেবল মার্চে লঞ্চ হয়েছে ১২টি ফোন, দেখে নিন অ্যাপল, শাওমির যুদ্ধে কে এগিয়ে ?
iQoo_Z6_5G
1/12

iPhone SE 2022 A15: বায়োনিক প্রসেসর একটি 12 মেগাপিক্সেল / 1.8 অ্যাপারচার ওয়াইড ক্যামেরা সহ পাওয়া যায় এই ফোন। এতে স্মার্ট এইচডিআর 4, ডিপ ফিউশন ও পোর্ট্রেট মোড সহ দুর্দান্ত ফটোগ্রাফির সুযোগ রয়েছে। এর দাম 43900 টাকা।
2/12

Samsung Galaxy A53-তে পাবেন Exynos প্রসেসর। এতে 6 জিবি ও 8 জিবি র্যামের অপশন রয়েছে। এতে রয়েছে 6.5 ইঞ্চির ডিসপ্লে। এটি Android 12-এ কাজ করে। এতে একটি 64-মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনে রয়েছে 5000 mAh-এর ব্যাটারি। এর দাম শুরু 34499 টাকা থেকে।
Published at : 06 Apr 2022 07:14 PM (IST)
আরও দেখুন






















