এক্সপ্লোর
Antarctica Facts: ২ কিলোমিটার পুরু বরফের আস্তরণ, তার নিচে আস্ত পর্বতমালা! বিস্ময় জাগায় আন্টার্কটিকা!
Amazing Antarctica: বরফে ঢাকা থাকে সারা বছর। মানুষ পৌঁছে গিয়েছে সেখানেও। তাতেই উঠে এসেছে চমকপ্রদ তথ্য। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10

সামান্য পাহাড়ে গেলেই ঠান্ডায় জবুথবু অবস্থা হয়। তাই মেরুপ্রদেশের কথা উঠলেই গায়ে কাঁপুনি দেয় অনেকের। তার যথেষ্ট কারণ রয়েছে।
2/10

কারণ এখনও পর্যন্ত পৃথিবীর বুকে শীতলতম আবহাওয়ার রেকর্ড রয়েছে আন্টার্কটিকার। ১৯৮৩ সালের ২১ জুলাই সেখানকার তাপমাত্রা ছিল ৮৯.২ ডিগ্রি সেলসিয়াস। আন্টার্কটিকার ভোস্টক স্টেশনে এই রেকর্ড তাপমাত্রা নথিভুক্ত হয়।
Published at : 15 Feb 2023 07:54 AM (IST)
আরও দেখুন






















