এক্সপ্লোর
AC Mode in Rain: বর্ষায় AC ঠিক রাখবে রিমোটের এই বাটন, কমাবে বিদ্যুতের বিলও! ব্যবহার করেন?
AC Usage in Monsoon:বাইরে বৃষ্টি, ঘরের এসি চালানোর সময় এদিকে খেয়াল রাখছেন তো?

ফাইল চিত্র, ছবি: পিটিআই
1/10

প্রবল গরমে অনেকেই এসি ব্য়বহার করেন। এখন সেই প্রবল গরম নেই, বর্ষা এসেছে। সূর্যের তেমন তাপ না থাকলেও আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম থাকে এই সময়।
2/10

বর্ষায় এসি ব্যবহারের সঙ্গে গরমকালে এসি ব্য়বহারের মধ্যে পার্থক্য রয়েছে। বর্ষাকালে আর্দ্র আবহাওয়ায় ঠিকমতো এসি ব্য়বহার না করলে ঠান্ডা ঠিক মতো হয় না।
3/10

বর্ষার সময় তাহলে কীভাবে এসি ব্য়বহার করবেন? কোন মোড ব্যবহার করবেন? এসি ভাল রাখতে এই সময় বেশ কিছু দিকে নজর দিতেই হয়।
4/10

এসির রিমোটে Mode Selection করা যায়। ওই বোতাম টিপে এসির মোড বদল করা যায়। এক একসময়ের জন্য এক একরকম মোড কার্যকরী। বর্ষার সময়ের জন্য়ও রয়েছে একটি বিশেষ মোড।
5/10

এসিতে ড্রাই মোড- নামে একটি সুবিধা রয়েছে। এটি ব্য়বহার করলে ঘরের ভিতরের আর্দ্রতা কমে। পাশাপাশি ঘরও ঠান্ডা হবে। ভেজাভাব থাকবে না।
6/10

এসি কোন তাপমাত্রায় চালানো হবে তার উপর অনেককিছু নির্ভর করে। এসির উপর চাপ পড়বে কম, বিদ্যুতের সাশ্রয়ও হবে। ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই সময় এসি চালাতে পারেন।
7/10

বর্ষায় আর্দ্রতার সমস্যা দেখা যায়। তাই যখন এসি বন্ধ থাকবে তখন ঘরের হাওয়া চলাচল ঠিকমতো হয় সেটা দেখতে হবে। নয়তো ঘরে ছত্রাক জমতে পারে।
8/10

এসির রিমোটে টাইমার অপশন থাকে। এই বর্ষায় সময় টাইমার ব্য়বহার করতে পারেন। আধঘণ্টা, ১ ঘণ্টা না অন্য কোনও সময়- সিলেক্ট করলে ততক্ষণ এসি চলে তারপর নিজেই বন্ধ হয়ে যাবে।
9/10

টাইমার ব্যবহার করলে এসির ব্যবহার নিয়ন্ত্রণের মধ্যে থাকে। ঘর খুব বেশি ঠান্ডা হয়ে যায় না। নির্দিষ্ট সময় পরে নিজে থেকেই এসি বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগও অনেকটা বাঁচে।
10/10

ঘরের মিটার কানেকশনে নির্দিষ্ট লোড থাকে। সেই লোডের ভিত্তিতে কটা এসি চালানো যাবে, সেটা দেখে নেওয়া প্রয়োজন। প্রয়োজনীয় লোড নিয়ে তবেই এসি চালানো উচিত। নয়তো একদিকে যেমন বিদ্যুৎ-বিভ্রাট হতে পারে। তেমনই ভোল্টেজ এদিক-ওদিক হলে এসি মেশিন খারাপও হয়ে যেতে পারে। সব ছবি: PTI, Pexels
Published at : 01 Aug 2024 12:40 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
