হোমফটো গ্যালারিপ্রযুক্তিVivo Y72: দাম কমানো হয়েছে Vivo-র এই স্মার্টফোনের, এখন আপনাকে দিতে হবে কেবল এত টাকা
Vivo Y72: দাম কমানো হয়েছে Vivo-র এই স্মার্টফোনের, এখন আপনাকে দিতে হবে কেবল এত টাকা
By : abp ananda | Updated at : 12 Jan 2022 02:21 AM (IST)
Vivo_Y72
1/8
Vivo Y72 5G এখন সস্তা হয়ে গেছে। ২০২১ সালের জুলাইয়ে লঞ্চ হয়েছিল এই বাজেট স্মার্টফোনের মূল্য আগের তুলনায় কমেছে। Vivo-এর এই সস্তা 5G স্মার্টফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ অপশনে পাওয়া যায়।
2/8
লঞ্চের সময় ফোনটির দাম ছিল 20,990 টাকা। Vivo-র এই ফোনে রয়েছে একটি 6.58-ইঞ্চি IPS LCD ডিসপ্লে।
3/8
ফোনের ডিসপ্লেতে ওয়াটারড্রপ বা টিয়ারড্রপ নচ ডিজাইন দেওয়া হয়েছে। এর ডিসপ্লেতে পাবেন 90Hz রিফ্রেশ রেট ও FHD+ রেজোলিউশন সাপোর্ট করে এই ফোন। ডিভাইসে সাইড মাউন্ট করা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
4/8
এই ফোন Qualcomm Snapdragon 480 5G চিপসেটে কাজ করে। ফোনে 8GB ফিজিক্যাল র্যাম ও 4GB ভার্চুয়াল র্যাম ফিচার রয়েছে। একই সঙ্গে এতে 128GB অভ্যন্তরীণ স্টোরেজ পাবেন। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যেতে পারে।
5/8
Vivo Y72 5G এর ক্যামেরা স্পেসিফিকেশনের কথা ধরলে এতে রয়েছে দুটি রেয়ার ক্যামেরা ও একটি LED ফ্ল্যাশ লাইট। ফোনের প্রাইমারি রেয়ার ক্যামেরা 48MP-র। এছাড়াও ফোনে একটি 2MP বোকেহ ক্যামেরা পাওয়া যায়। সেলফির জন্য ফোনে 8MP ক্যামেরা দেওয়া হয়েছে।
6/8
এই স্মার্টফোন Android 11-এর উপর ভিত্তি করে FunTouch OS 11-এ কাজ করে। কানেক্টিভিটির জন্য এতে ডুয়াল সিম কার্ড, 5জি নেটওয়ার্ক, ওয়াই-ফাই, ব্লুটুথ 5.1, ইউএসবি টাইপ সি ও 3.5 এমএম অডিও জ্যাক দেওয়া হয়েছে।
7/8
এতে একটি 5,000mAh ব্যাটারি ও 18W দ্রুত চার্জিংয়ের বৈশিষ্ট্য রয়েছে। এই ফোনের দাম ১০০০ টাকা কমানো হয়েছে। এখন এই ফোনটি Amazon Flipkart থেকে 19990 টাকায় কেনা যাবে।
8/8
ডিভাইসের আয়তন 164.15 x 75.35 x 8.4 এমএম। এর ওজন 188 গ্রাম। হ্যান্ডসেটটি প্রিজম ম্যাজিক (ব্লু) ও স্লেট গ্রে-এর মতো রঙে পাওয়া যাচ্ছে।