এক্সপ্লোর
Saline Water: পৃথিবীর তিনভাগ জুড়ে বিরাজ, তাও কেন পানযোগ্য নয় সমুদ্রের লবণাক্ত জল!
Saltwater: পৃথিবীর তিন ভাগ জল। সাগর মহাসাগরে ঘেরা চারিদিক। তাও কেন সমুদ্রের লবণাক্ত জল পানযোগ্য নয়, জেনে নিন বিশদে।
ছবি: পিক্সাবে।
1/10

জলই জীবন, ছোট থেকে বইয়ের পাতায় পড়ে আসছি আমরা। যত সময় এগিয়েছে, তত বেশি করে জলের প্রয়োজনীয়তা অনুভব করেছি আমরা। তাই বিশুদ্ধ পানীয় জলের জোগান অব্যাহত রাখতে মরিয়া সব দেশের সরকার।
2/10

কিন্তু পৃথিবীর তিনভাগ জলে হলেও, সমুদ্রের লবণাক্ত জল মুখে দিতে পারি না আমরা। তাতে তৃষ্ণাও মেটে না। আবার জোর করে বেশি পরিমাণ গলায় ঢাললে জলশূন্যতা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।
Published at : 18 Feb 2023 12:47 PM (IST)
আরও দেখুন






















