২০১৬-র হিট ছবি বাগি-র সিকোয়েল এই বাগি ২। প্রথম ছবিটিতে মুখ্য ভূমিকায় ছিলেন টাইগার শ্রফ ও শ্রদ্ধা কপূর। দ্বিতীয়টিতে নায়ক টাইগারই রয়েছেন, নায়িকার জায়গায় আনা হয়েছে দিশা পাটানিকে।
2/9
ফিল্মি জগতের ধারণা, গতকাল ও আজ পরপর ছুটির দিন থাকায় বাগি ২ আরও ভাল ব্যবসা করবে। বিশ্বজুড়ে ৪১২৫টি হলে মুক্তি পেয়েছে ছবিটি। ভারতে ৩৫০০ ও অন্যত্র চলছে ৬২৫টি হলে।
3/9
প্যাডম্যান আছে ৩ নম্বরে, প্রথম দিনের রোজগার ১০.২৬ কোটি টাকা।
4/9
প্যাডম্যান আছে ৩ নম্বরে, প্রথম দিনের রোজগার ১০.২৬ কোটি টাকা।
5/9
প্যাডম্যান আছে ৩ নম্বরে, প্রথম দিনের রোজগার ১০.২৬ কোটি টাকা।
6/9
প্রথম দিনের ব্যবসার হিসেবে ২ নম্বরে আছে পদ্মাবত। ছবিটি রোজগার করেছিল ১৯ কোটি টাকা।
7/9
ছবি সমালোচক তরণ আদর্শ এই হিসেব দিয়েছেন। একই সঙ্গে বলেছেন, টাইগার জিন্দা হ্যায় বা বাগি ২-র মত অ্যাকশন ছবির চাহিদা বলিউডে কখনওই কমবে না।
8/9
প্রথম দিন দেশের বাজারেই শুধু ২৫.১০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এ বছরের অন্য সব ছবির থেকে বেশি।
9/9
বক্স অফিসে আলোড়ন ফেলে দিয়েছে টাইগার শ্রফের বাগি ২। প্রথম দিনের রোজগার দেখলে পদ্মাবত ও প্যাডম্যান সহ বেশ কিছু ছবিকে পিছনে ফেলেছে এই ছবি।