দীপভীরের ভক্তরা কী বলছেন, কার দিকে পাল্লা বেশি ভারী?
4/6
তবে দীপিকার এই লুক কিন্তু চাপে ফেলে দিতে পারে বয়ফ্রেন্ড রণবীর সিংহকে। সিম্বা ছবিতে একজন কঠিন পুলিশ আধিকারিকের চরিত্রে দেখা যাওয়ার কথা রণবীরকে।
5/6
পদ্মাবত্ ছবিতে ভারী গয়না, ঐতিহ্যশালী ভারতীয় পোশাকে দেখা গিয়েছিল দীপিকাকে। সেখান থেকে পুরোপুরি মেকওভার করে অন্য লুকে দেখা গেল রাউডি দীপিকাকে। কোনও এক বিজ্ঞাপনের জন্যে এই চেহারায় আবির্ভূত হয়েছেন দীপিকা।
6/6
গাড়ির ওপর বসে রাফ অ্যান্ড টাফ ট্র্যাফিক পুলিশকর্মীর ভূমিকায় দেখা গেল দীপিকা পাড়ুকোনকে।