ঝাড়খণ্ড সরকারে এই ঘোষণায় উচ্ছ্বসিত ছবির প্রযোজক, কলাকূশলীরা।
2/4
এই ছবিতে ধোনির চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিংহ রাজপুত। এছাড়াও রয়েছেন কিয়ারা আদবানী, দিশা পাটনি, অনুপম খের, ভূমিকা চাওলা প্রমুখ।
3/4
আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। তার আগেই বিনোদন করে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে ঝাড়খণ্ড সরকার। প্রসঙ্গত, ঝাড়খণ্ডের রাঁচিতে জন্ম ধোনির। সেখানেই বেড়ে ওঠা।
4/4
ক্রিকেট তারকা মহেন্দ্র সিংহ ধোনির জীবনী অবলম্বনে তৈরি বায়োপিক 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' করমুক্ত ঘোষিত হল তাঁর নিজের রাজ্য ঝাড়খণ্ডে।