এক্সপ্লোর
ছবিতে দেখুন, প্রয়াত কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো
1/12

কিউবার কুখ্যাত একনায়ক ফুলজেনকিও বাতিস্তা ফিদেলকে বন্দি করেছিলেন, মেক্সিকোয় নির্বাসিতও করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও ১৯৫৯ সালের জানুয়ারি মাসে ৩২ বছর বয়সে কিউবার ক্ষমতা দখল করেন ফিদেল। তিনিই লাতিন আমেরিকার সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট ছিলেন। সারা বিশ্বের কমিউনিস্ট আন্দোলনের অনুপ্রেরণা ফিদেল। ছবি সৌজন্যে এএফপি
2/12

ফিদেলকে শতাধিকবার হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল। তাঁকে দমন করার জন্য কিউবার উপর বাণিজ্য সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু তা সত্ত্বেও স্বমহিমায় ছিলেন ফিদেল। ছবি সৌজন্যে এএফপি
Published at : 26 Nov 2016 02:59 PM (IST)
View More






















