কিউবার কুখ্যাত একনায়ক ফুলজেনকিও বাতিস্তা ফিদেলকে বন্দি করেছিলেন, মেক্সিকোয় নির্বাসিতও করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও ১৯৫৯ সালের জানুয়ারি মাসে ৩২ বছর বয়সে কিউবার ক্ষমতা দখল করেন ফিদেল। তিনিই লাতিন আমেরিকার সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট ছিলেন। সারা বিশ্বের কমিউনিস্ট আন্দোলনের অনুপ্রেরণা ফিদেল। ছবি সৌজন্যে এএফপি
2/12
ফিদেলকে শতাধিকবার হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল। তাঁকে দমন করার জন্য কিউবার উপর বাণিজ্য সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু তা সত্ত্বেও স্বমহিমায় ছিলেন ফিদেল। ছবি সৌজন্যে এএফপি
3/12
চিন, ভিয়েতনামের মতো কমিউনিস্ট দেশ পুঁজিবাদের পথ অবলম্বন করলেও, জীবনের শেষ দিন পর্যন্ত সমাজতন্ত্রেই আস্থা ছিল ফিদেলের। ছবি সৌজন্যে এএফপি
4/12
হাভানার বিখ্যাত কোহিবা সিগার ফিদেলের সবচেয়ে প্রিয় ছিল। কিন্তু অসুস্থ হয়ে পড়ার ফলে সেই সিগার ছাড়তে বাধ্য হন তিনি। ছবি সৌজন্যে এপি
5/12
শারীরিক অসুস্থতার জন্য শেষ কয়েক বছর সেভাবে প্রকাশ্যে দেখা যেত না ফিদেলকে। তবে তা সত্ত্বেও তিনি কিউবার অভিভাবকস্বরূপ ছিলেন। ছবি সৌজন্যে এএফপি
6/12
হাভানা বিশ্ববিদ্যালয়ে আইন ও সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন ফিদেল। ১৯৫৩ সালে মনকাডা সেনা ছাউনিতে হামলায় বহু সঙ্গীর মৃত্যু হওয়ার পর থেকেই ফিদেলের বিপ্লবী জীবন শুরু হয়। তাঁকে ও রাউলকে বন্দি করা হয়। ছবি সৌজন্যে এপি
7/12
১৯২৬ সালের ১৩ অগাস্ট পশ্চিম কিউবায় জন্ম হয় ফিদেলের। তাঁর বাবা প্রথমে মার্কিন চিনি উৎপাদনকারী সংস্থায় কাজ করতেন। পরে নিজেই চিনিকল খোলেন। ছবি সৌজন্যে এএফপি
8/12
ফিদেলের জীবদ্দশাতেই অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়। ২০১৪ সালের ১৭ ডিসেম্বর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলোচনায় বসেন রাউল। ১৯৬১ সালে ছিন্ন হয়ে যাওয়া কূটনৈতিক সম্পর্ক ফের উন্নত করার লক্ষ্যে কাজ করার কথা ঘোষণা করে ওয়াশিংটন ডিসি ও হাভানা। ছবি সৌজন্যে এএফপি
9/12
ফিদেলের শারীরিক অসুস্থতার জন্য ২০০৬ সালের ৩১ জুলাই অস্থায়ীভাবে কিউবার প্রেসিডেন্ট নির্বাচিত হন রাউল। ২০০৮ সালের ২৪ ফেব্রুয়ারি এই পদে স্থায়ীভাবে নিযুক্ত হন রাউল। ছবি সৌজন্যে এপি
10/12
ফিদেলের শাসনকালে ১০ জন মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতায় ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র একাধিকবার ফিদেলকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছে। তবে সেই চেষ্টা সফল হয়নি। ছবি সৌজন্যে এএফপি
11/12
কিউবার জাতীয় টেলিভিশনে ফিদেলের মৃত্যু সংবাদ জানিয়েছেন তাঁর ভাই রাউল কাস্ত্রো। ছবি সৌজন্যে এএফপি
12/12
বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করে অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে কিউবা শাসন করা ফিদেল কাস্ত্রো প্রয়াত হলেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। ছবি সৌজন্যে এএফপি