গেটওয়ে অফ ইন্ডিয়া, মেরিন ড্রাইভ সহ মুম্বইয়ের বিভিন্ন জায়গায় মহাসমারোহে বর্ষবরণের উৎসব পালন করা হয়
2/9
মায়ানগরী মুম্বইয়েও নববর্ষের এই সময়ে উৎসব অন্য মাত্রা পায়
3/9
ভারতের অপর এক বিখ্যাত পর্যটনস্থল মানালিতেও বর্ষবরণের এই সময় বহু পর্যটক যান
4/9
কেরলের সমুদ্রতীরে বা ব্যাকওয়াটারে হাউসবোটে নববর্ষের পার্টি করাই যায়। নববর্ষ পালনের জন্য এরকম আকর্ষণীয় জায়গা খুব কমই আছে
5/9
গোয়া সারাবছরই পর্যটকদের আকর্ষণ করে। তবে এই সময়টায় গোয়ার আকর্ষণ অন্যরকম। শুধু দেশেরই নয়, বিদেশের পর্যটকরাও বর্ষবরণের সময় ছুটি কাটানোর জন্য গোয়াকেই বেছে নেন
6/9
পাহাড়ি রাজ্য সিকিমের রাজধানী গ্যাংটকেও বর্ষবরণের মজা অন্যরকম। এই সময় গ্যাংটক বরফের চাদরে মোড়া থাকে। প্রকৃতির শোভা উপভোগ করার জন্য বহু পর্যটক সেখানে যান
7/9
নববর্ষের ছুটি কাটানোর জন্য বেঙ্গালুরুকেও বেছে নেওয়া যায়। দক্ষিণ ভারতের এই শহরের আকর্ষণও কোনও অংশে কম নয়
8/9
‘সিটি অফ জয়’ কলকাতায় বর্ষবরণের মজাই আলাদা। পার্ক স্ট্রিট তো আছেই, তার সঙ্গে ইকো পার্ক, নিক্কো পার্ক, ভিক্টোরিয়া, চিড়িয়াখানা সহ বিভিন্ন জায়গায় আনন্দে মেতে ওঠা যায়
9/9
বর্ষবরণের রাতে দিল্লির ইন্ডিয়া গেট আলোর মালায় সেজে ওঠে। এখানেও মহাসমারোহে নতুন বছরকে স্বাগত জানানো হয়