হংকংয়ে আবার ফ্ল্যাট কত ছোট হবে তার কোনও পরিসীমা নেই। তা সত্ত্বেও ফ্ল্যাটের এমন চাহিদা যে নির্মাতারা যতটা সম্ভব কম জায়গা নিয়ে ফ্ল্যাট তৈরি করেন।
4/9
যাঁদের উপার্জন তেমন বেশি নয়, সপ্তাহের শেষে বাড়ি চলে যান তাঁরা।
5/9
ফ্ল্যাটটি কিনে নিয়েছেন তিনি। বাবা মা দিয়েছেন ৩০ শতাংশ অর্থ, বাকিটা গিয়েছে নিজের পকেট থেকে।
6/9
আদ্রিয়ানের ফ্ল্যাটের মাপ প্রায় ২৯২ বর্গ ফুট। এ জন্য উনি আসবাবও তৈরি করেছেন এমন করে যাতে দরকারে তা অন্য কারণেও ব্যবহার করা যায়।
7/9
ইনি ফিনান্স ব্যাঙ্কার আদ্রিয়ান লো। এঁর অ্যাপার্টমেন্ট ভাড়া প্রায় ৭৬৫ মার্কিন ডলার বা ৫২,০৬৫ টাকা। আদ্রিয়ান যে বহুতলে তার এক ধরনের স্লিম গ্লাস বহুতল, প্রতিটি ফ্লোরে আছে ৪টে করে অ্যাপার্টমেন্ট। রয়েছে ন্যানো ফ্ল্যাটও। এখানে প্রতিটা ঘরের জন্য নির্ধারিত মাপ অন্তত ২১৫ বর্গ ফুট।
8/9
রিয়েল এস্টেটের হিসেবে হংকং বিশ্বের সবথেকে দুর্মূল্য শহর। এখানে ব্যক্তির আয়ের তুলনায় ঘরের দাম প্রায় ১৯.৪ গুণ বেশি।
9/9
চিনের হংকং শহরের মাং কাক শহরের ছবি। এ ধরনের ১ কামরার ফ্ল্যাটকে এখানে বলে ন্যানো ফ্ল্যাট। হংকংয়ের বেশিরভাগ তরুণ পেশাদার এমন ফ্ল্যাটে থাকেন।