ডেইলি শিরোনাম ( 16 December ) দেশে এই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৩ : ABP Live Podcast
Episode Description
Hello বন্ধুরা, আপনারা শুনছেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম।
এবার কেরলে আরও ৪ ওমিক্রন আক্রান্তের হদিশ। সব মিলিয়ে গোটা দেশে এই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৩। কেরল সরকার জানিয়েছে, আক্রান্তরা সম্প্রতি ব্রিটেন ও কঙ্গো থেকে ফিরেছিলেন।
ওমিক্রনের পাশাপাশি, দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ। বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৭৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৯৮৪।
পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপির আর্জি খারিজ। রাজ্য পুলিশের ওপরেই আস্থা হাইকোর্টের। পুরভোটে আসছে না কেন্দ্রীয় বাহিনী। নির্দেশে জানালেন বিচারপতি রাজাশেখর মান্থা।
দেশজুড়ে ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধজয়ের সুবর্ণ জয়ন্তী পালন।বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকার অনুষ্ঠানে যোগ দিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গতকালই তিনদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন রাষ্ট্রপতি। এই বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর।
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় চুম্বনের পর, প্রেমিককে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে কাটোয়া শহরের সার্কাস ময়দান এলাকায়। অল্পের জন্য প্রাণরক্ষা প্রেমিকের। অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ।






















