Daily Shironam (20.04.2022): আজ থেকে শুরু হল বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, এলেন গৌতম আদানি : ABP Live Podcast
Episode Description
গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
আজ থেকে শুরু হল বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। এলেন গৌতম আদানি। ৪৯ জনের দল নিয়ে হাজির ব্রিটেন। যোগ আমেরিকা-সহ ১৯টি দেশের।
শিল্প সম্মেলনের আগে নৈশভোজ। আমন্ত্রণে সাড়া দিয়ে হাজির সস্ত্রীক রাজ্যপাল। গল্পে মাতলেন বিধানসভার অধ্যক্ষ, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের সঙ্গে।
চড়া মূল্যবৃদ্ধির মধ্যেই এবার স্টেট ব্যাঙ্কে বাড়ছে গাড়ি-বাড়ির ইএমআই। ১৫ এপ্রিল থেকে সব ধরনের ঋণে সুদ বাড়ছে শূন্য দশমিক ১ শতাংশ।
বাঁশদ্রোণীর গুলিকাণ্ডে নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, তিন রাউন্ড গুলি চলে। প্রোমোটার মলয় দত্তর হাত থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালায় তাঁর ঘনিষ্ঠ শম্ভু সর্দার।
ভাঙড়ের তৃণমূল নেতার এক মহিলাকে গুলি করে খুনের হুমকির ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। ভিডিও ক্লিপের সত্যতা অস্বীকার অভিযুক্ত নেতা শাহজাহান মোল্লার।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ, ট্যুইটার হ্যান্ডল ও কু অ্যাপে।





















