Daily Shironam ( 3 September ) : চিটফান্ডকাণ্ডে গ্রেফতার হালিশহর পুরসভার চেয়ারম্যান, ভারতের বেকারত্বের হার সর্বোচ্চ, আরও খবর
পর্ব সম্পর্কিত
চিটফান্ডকাণ্ডে গ্রেফতার হালিশহর পুরসভার চেয়ারম্যান। পুরসভার সামনে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের। ধাক্কাধাক্কিতে আহত পদ্ম সমর্থক। তিনি এতে যুক্ত নন, দাবি ধৃত রাজু সাহানির
তৃণমূলের সবাইকে চোর বললে, পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। দমদমে ফের বিস্ফোরক সৌগত রায়। বললেন, ছেলেরা রেগে গেলে কী হবে কেউ জানেনা।
সাড়ে ৭ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তাঁর স্ত্রী, এবিপি আনন্দে স্বীকার করলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পাপিয়া মুখোপাধ্যায়ের স্বামী। উনি কাকে টাকা দিয়েছেন জানিনা। নিয়ম মেনে ২০১৭-য় স্কুলে যোগ দিই। স্বামীর সঙ্গে সম্পর্ক নেই, নিয়োগ বিতর্কে পাল্টা পাপিয়া।
অর্জুন সিংয়ের সাংসদ তহবিলের টাকা পঞ্চায়েতের উন্নয়নের জন্য নেওয়া যাবে না। জগদ্দলের তৃণমূল বিধায়কের ভাইরাল অডিও ঘিরে বিতর্ক। কাউকে ফোন করিনি, দাবি তৃণমূল প্রধানের।
সওয়াল-জবাব শেষ। মঙ্গলকোটে অশান্তি ও খুনের চেষ্টার মামলার রায়দান আগামী ৯ সেপ্টেম্বর। বিধাননগরের এমপি-এমএলএ কোর্টে হাজির থাকবেন অনুব্রত, শেখ শাহনওয়াজ, কাজল শেখ।
প্রশাসনের নাকের ডগায় জুবিলি ব্রিজের লাগোয়া গঙ্গার ধার থেকে চলছে বালি চুরি। ব্রিজের স্বাস্থ্য নিয়ে আশঙ্কা প্রকাশ অর্জুন সিংয়ের। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, জানালেন ব্যারাকপুরের সাংসদ।
গত অগাস্টে ভারতের বেকারত্বের হার ৮.৩ শতাংশ, গত এক বছরে সর্বোচ্চ। মুদ্রাস্ফীতির সঙ্গে বেকারত্ব কষ্টা বাড়াচ্ছে, ট্যুইট অর্থনীতিবিদ কৌশিক বসুর। মোদিকে অযোগ্য বলার কারণ সামনে, কটাক্ষ ডেরেকের।