ডেইলি শিরোনাম : Daily Shironam : পূর্বাভাস মতোই আজ স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। ল্যান্ডফলের সময় ঝড়ের গতি ছিল ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার
Episode Description
পূর্বাভাস মতোই আজ স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। ল্যান্ডফলের সময় ঝড়ের গতি ছিল ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার। উত্তর-পশ্চিম দিক ক্রমশ অগ্রসর হচ্ছে এই ঘূর্ণিঝড়। হলদি নদীর জলস্তর সকালের তুলনায় কিছুটা কমেছে। নয়াচরের বাসিন্দাদের ত্রাণশিবিরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানেও ঢুকেছে জল। আতঙ্কে রয়েছেন নয়াচরের বাসিন্দারা। গ্রাম থেকে বাসিন্দাদের উদ্ধার করার কাজ চলছে। কাকদ্বীপে মুড়িগঙ্গা নদীর জল প্লাবিত করেছিল বিস্তীর্ণ এলাকা। ব্যাপক ক্ষতি হয়েছে বাঁধের। তবে, জল নামতে শুরু করেছে।
অন্য়দিকে, দেশে একদিনে করোনা আক্রান্ত ফের ২ লক্ষের উপরে। দৈনিক মৃত্যুও ৪ হাজার পার। আমেরিকার পর বিশ্বে দ্বিতীয় দেশ হিসেবে ভারতে ২০ কোটি বাসিন্দার টিকাকরণ সম্পূর্ণ, জানাল স্বাস্থ্যমন্ত্রক। জেনে নিন এই মুহূর্তের শিরোনাম।






















