Daily Shironaam : চব্বিশের ভোটের আগে বড় ঘোষণা কেন্দ্রের, দাম কমছে গ্যাসের
পর্ব সম্পর্কিত
গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
১। 'লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত কতদূর?'১৪ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট তলব বিচারপতি অমৃতা সিন্হার। প্রাথমিক ও পুর নিয়োগ দুর্নীতি মামলার রিপোর্ট নিয়েও প্রশ্নের মুখে সিবিআই।
২। লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে ব্যক্তিগত কারণে ইডি অফিসারের ফাইল কেন?ব্যাখ্যা নিয়েও হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে ইডি। অভিষেককে গ্রেফতারির ষড়যন্ত্র দেখছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
৩। চব্বিশের ভোটের আগে বড় ঘোষণা কেন্দ্রের, দাম কমছে গ্যাসের। সাধারণের জন্য গ্যাসের সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি। উজ্জ্বলা প্রকল্পে আরও ২০০ টাকা ভর্তুকি কেন্দ্রের ।সাধারণ রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি। ১ হাজার ১২৯ থেকে কমে রান্নার গ্যাসের দাম কমে হচ্ছে ৯২৯ টাকা।
৪। দত্তপুকুরে ৯ জনের প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিশের? রাতভর তল্লাশিতে ১৬০০ কেজি বাজি বাজেয়াপ্ত। খোঁজ চলছে এফআইআরে নাম থাকা আইএসএফ কর্মীর।
৫। আলু-পেঁয়াজের আড়ালে দত্তপুকুরে বেআইনি বাজির বিপুল ভাণ্ডার! বিস্ফোরণে মৃত্যু মিছিলের পরেও নির্বিকার পুলিশ!
পেঁয়াজের আড়ালে বাজি!
৬। রাজ্যপাল পৌছলেও খোঁজ পেল না পুলিশ! দত্তপুকুরে আরও জতুগৃহের হদিশ। বোসের কাছে নালিশের পরেও আলু-পেঁয়াজের গুদাম বলে এড়ানোর চেষ্টা। স্থানীয়দের চাপে শেষপর্যন্ত হানা পুলিশের।
৭। দত্তপুকুর বিস্ফোরণে ৯ প্রাণহানির পর পুলিশকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। সাসপেন্ড আইসি, ওসি।
৮। অবশেষে কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ইঙ্গিত মমতার। রাজনৈতিক ভোট করতে বিধানসভায় আনা হবে সংশোধনী।
৯। প্রকাশ্যে রাজ্যে সকুল শিক্ষার হতশ্রী ছবি। ৮ হাজারের বেশি সকুলে পড়ুয়ার সংখ্যা ৫০-এর কম। ছাত্রশূন্য ২২৬টি স্কুল। ফাঁকা স্কুল অন্য কাজে লাগানোর ভাবনা সরকারের।
১০। একদিনে রাজ্যের দুই জেলায় সেনকো গোল্ডের দুই শোরুমে ডাকাতি। প্রায় একই সময়ে রানাঘাট ও পুরুলিয়ায় সেনকো গোল্ডের শোরুমে ডাকাতি। ভরদুপুরে রানাঘাটে সোনার দোকানে গুলি চালিয়ে লুঠ। রানাঘাটে সেনকো গোল্ডের শোরুম থেকে ৯০ শতাংশ গয়না লুঠের অভিযোগ।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।