Ghanta Khanek Sange Suman:'সহকারীকে দিয়ে বেআইনি কাজ করান সোহম', অভিযোগ BJP-র।মদনের ডিগবাজি।ফের সোনার দোকানে ডাকাতি
পর্ব সম্পর্কিত
Ghanta Khanek Sange Suman: রেস্তোরাঁয় মারধরের পর নতুন বিতর্কে অভিনেতা সোহম। "সহকারীকে দিয়ে বেআইনি কাজ করান সোহম," অডিওপ্রকাশ করে অভিযোগ বিজেপির। প্রথমে সোহমের পাশে দাঁড়িয়েও একঘণ্টায় ডিগবাজি মদনের। "জনপ্রতিনিধি বলে নয়, কারোরই এমন ব্যবহার উচিত নয়," গতকালই সোহমের সমালোচনা দেবের। শপথ নিয়েই তৃণমূল সরকারকে তোপ রাজ্যের দুই মন্ত্রীর। সুজনের থেকে কম ভোট পেয়ে এবার দলেই অন্তর্ঘাতের ইঙ্গিত তন্ময়ের। রানিগঞ্জের পর ডোমজুড়, আবার সোনার দোকানে ভয়াবহ ডাকাতি। রাজ্যজুড়ে অপরাধীদের টার্গেট স্বর্ণব্যবসায়ীরা, পিছনে বড়সড় চক্র?
দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহে বিরতি নেই। এই আবহে স্কুলের সময় বদলের পরামর্শ সরকারের। রাজ্য সরকারের তরফে প্রাথমিক এবং মধ্যশিক্ষা পর্ষদকে এই পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্য জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী স্কুলের সময় পরিবর্তন করা যেতে পারে। তবে সময় পরিবর্তন হলে পঠনপাঠন এহবং মিড ডে মিল পরিষেবা অব্যাহত থাকবে। সরকার এবং সরকারি সাহায্য়প্রাপ্ত সব স্কুলের ক্ষেত্রেই এই বিধি কার্যকর হবে বলে জানিয়েছে রাজ্য। (School Timings Change)