Ghanta Khanek Sange Suman: শুভেন্দু নাকি CBI, ED, IT চালান?হাইকোর্টের রক্ষাকবচের ভরসায় রাজনীতি করেন বিরোধী দলনেতা?
পর্ব সম্পর্কিত
Suvendu Adhikari Interview : শুভেন্দু নাকি CBI, ED, IT চালান? হাইকোর্টের রক্ষাকবচের ভরসায় রাজনীতি করেন বিরোধী দলনেতা? ২০১৪-র আগে তৃণমূলে চুরি ছিল না, বলছেন শুভেন্দু। তৃণমূলে থাকার সময় টাকা দিয়ে বিরোধী ভাঙাতেন তিনি? সোজাসাপটা প্রশ্ন, বিস্ফোরক উত্তর।
রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় এবার ইডির (ED) রাডারে টলিউড অভিনেত্রী। রেশন দুর্নীতি মামলায় ইডির রাডারে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় এবার টালিগঞ্জের অভিনেত্রীকে তলব করল ED। ভোটের ফল ঘোষণার পরের দিন, ৫ জুন, সল্টলেকের CGO কমপ্লেক্সে ডাকা হয়েছে ঋতুুপর্ণা সেনগুপ্তকে। ED সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের জন্য টালিগঞ্জের এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় এজেন্সি (ED on Ration Scam)।
ভোটের ফলঘোষণার পরের দিনই তলব করা হয়েছে টলিউড অভিনেত্রীকে। ইডি সূত্রের খবর, রেশন বণ্টন দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়েই ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) নাম সামনে আসে। কিছু আর্থিক লেনদেনের কথা জানা যায়, সেই সূত্রেই সামনে উঠে আসে ওই অভিনেত্রীর নাম। সূত্রের খবর, তথ্য যাচাই করার জন্যই গতকাল পাঠানো হয়েছে নোটিশ। সকাল ১১টা নাগার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে যেতে বলা হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে।