Ghanta Khanek Sange Suman: মোদির নিশানায় বিরোধীরা | পাশে থাকার বার্তা নীতীশের | বিস্ফোরক দিলীপ
Episode Description
Ghantakhanek Sange Suman: "বিরোধী মানেই দুর্নীতি, তাই বর্জন করেছে দেশ" সংসদীয় দলের প্রথম বৈঠকেই মোদির নিশানায় বিরোধীরা । "এদিক-ওদিক গিয়ে লাভ নেই," পাশে থাকার বার্তা নীতীশের । "মেদিনীপুরে আমাকে লড়তে দেয়নি, ফল সবাই দেখেছে" "মনে হচ্ছে, জেতা আসনে হারার প্ল্যানিং করা হয়েছে" । ফের নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ
লোকসভায় তৃণমূলের দলনেতা ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়ই। লোকসভা নির্বাচনে আবারও উত্তর কলকাতা থেকে জয়ী হয়েছেন সুদীপ। তাঁকেই পুরনো দায়িত্বে বহাল রাখলেন দলনেত্রী মমতা। তৃণমূলের দলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন নিযুক্ত হলেন মমতা-ই। শনিবার কালীঘাটে তৃণমূলের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। (Mamata Banerjee) এদিন ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন মমতা। বহরমপুরে অধীররঞ্জন চৌধুরীকে হারানো ইউসুফ পাঠানকে 'জায়ান্ট কিলার' বলে উল্লেখ করেন তিনি।






















