
Sange Suman: ১৮০ আসন জয়ের টার্গেট শুভেন্দুর । আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী । কোয়ারেন্টিনে সুনীতারা
পর্ব সম্পর্কিত
ABP Ananda Live: এবার ২৬-এর ভোটে ১৮০ আসন জয়ের টার্গেট শুভেন্দুর । স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালুক', কটাক্ষ তৃণমূলের বারুইপুরকাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি, রাজ্যজুড়ে বিক্ষোভ । বাংলায় অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র কুচক্রীদের', লন্ডন যাওয়ার আগে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী । এবার দার্জিলিঙে বদলি আর জি কর আন্দোলনের অন্যতম মুখ সুবর্ণ গোস্বামী । কামব্যাকের পর কোয়ারেন্টিনে সুনীতারা, থাকতে হবে ৪৫ দিন । হাঁটা-চলা থেকে শোয়া-বসা-খাওয়া শরীর ভুলেছে পৃথিবীর পুরনো অভ্যেস । ৯ মাস মহাকাশে কাটানো সুনীতাদের ছন্দে ফেরানোর চেষ্টায় চিকিৎসকরা
স্বামীর চোখের সামনে মর্মান্তিক মৃত্য়ু হল স্ত্রীর
সাত সকালে তাড়াহুড়োর মধ্যেই বিধাননগর স্টেশনে নেমেছিলেন লেকটাউনের দক্ষিণদাঁড়ির বাসিন্দা সুষমা প্রসাদ। একটু সময় বাঁচাতে এই রেল লাইন ধরেই এগোচ্ছিলেন গন্তব্যের দিকে কিন্তু পৌঁছনো আর হল না। বিধাননগর স্টেশন থেকে লেকটাউনের দক্ষিণদাঁড়ির দিকে যাওয়ার পথে ছোট একটি খালের ওপর রয়েছে রেল ব্রিজ। সেই রেলব্রিজ ধরে রেললাইন পেরোতে গিয়ে জীবনই চলে গেল। স্বামীর চোখের সামনে মর্মান্তিক মৃত্য়ু হল স্ত্রীর। সকাল সাতটা নাগাদ বিধাননগর স্টেশনে নেমে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন লেকটাউন দক্ষিণদাঁড়ির বাসিন্দা সুষমা প্রসাদ। এভাবে এগোতে এগোতে পৌঁছে যান রেল চলাচলের ব্রিজের উপর। সঙ্গে ছিলেন তাঁর স্বামী বিকাশ প্রসাদ। হঠাৎ দেখেন আপ ও ডাউন, দুদিক থেকেই ট্রেন আসছে আর তিনি মাঝখানে। আতঙ্কে, প্রাণে বাঁচার তাগিদে রেলব্রিজের ফাঁক দিয়ে নিচে রাস্তায় ঝাঁপ দেন চল্লিশ বছরের ওই মহিলা।
সেরা শিরোনাম
ট্রেন্ডিং
