Ganesh Chaturthi: গণেশ চতুর্থীর দিনে সৌভাগ্যে আনতে চান, জেনে নিন কী করবেন, কী করবেন না?
Ganesh Chaturthi 2023: পূজা করার সময় কিছু বিশেষ বিষয় মাথায় রাখুন, তা না হলে পুজোর ফল না-ও পেতে পারেন, এমনটাই মত শাস্ত্রজ্ঞদের।
কলকাতা: গণেশ চতুর্থীতে গণপতিকে পূজা (Ganesh Chaturthi) করার সময় কিছু বিশেষ বিষয় মাথায় রাখুন, তা না হলে পুজোর ফল না-ও পেতে পারেন, এমনটাই মত শাস্ত্রজ্ঞদের। এই বছর গণেশ চতুর্থী পড়েছে ১৯ সেপ্টেম্বর ২০২৩-এ। (Ganesh Chaturthi Celebrations)
জেনে নিন গণেশ উৎসবের নিয়ম
গণেশ চতুর্থীর দিন, শুধুমাত্র শুভ সময়ে সিদ্ধিবিনায়ককে প্রতিষ্ঠা করুন। এর মাধ্যমে একজন বুদ্ধি-সিদ্ধি লাভ করতে পারেন। বিকেল হল পূজার উপযুক্ত সময়। একবার স্থাপিত হয়ে গেলে, এখানে-ওখানে প্রতিমা সরবেন না। (Festival)
সঠিক দিক- শুধুমাত্র পূর্ব বা উত্তর-পূর্ব কোণে গণপতি মূর্তি স্থাপন করুন। এতে করে গণপতির আশীর্বাদ ১০ দিন বাড়িতে থাকবে।
গৃহে স্থাপনের নিয়ম- আপনি যদি বাড়িতে গণপতিজিকে স্থাপন করেন, তাহলে প্রতিদিন সকাল-সন্ধ্যা তাঁকে পুজো অর্পণ করুন এবং ১০ দিন ধরে আরতি করুন। প্রতিমার ঘর যেন অন্ধকার না হয়। ঘর খালি রাখবেন না।
পুজোর উপকরণ - গণপতিকে সিঁদুর, দূর্বা ও মোদক নিবেদন করুন, তবে বাপ্পার পূজায় কেতকী ফুল ও তুলসী ব্যবহার করবেন না। পূজায় বাসি বা শুকনো ফুল রাখবেন না।
পূজার পোশাক- গণেশের পুত্র গৌরীর প্রিয় রং লাল ও হলুদ। এই রঙের পোশাক পরেই পুজো করুন। ভুল করেও কালো রঙের পোশাক পরবেন না। যদি আপনি এটি করেন তবে ১০ দিনের পূজা বৃথা যাবে এবং আপনি কোন ফল পাবেন না।
এই কাজগুলি করবেন না - গণেশ উৎসবের সময় মাংস এবং অ্যালকোহল গ্রহণ করবেন না। তামসিক খাবার থেকেও দূরে থাকতে হবে। গণেশ চতুর্থীর উপবাস যারা পালন করেন তাদের ব্রহ্মচর্য অনুসরণ করা উচিত। দেহের সঙ্গে সঙ্গে মনের পবিত্রতা বজায় রাখুন।
আরও পড়ুন, ব্রহ্মার নির্দেশে গণপতি নাম, শিব-পার্বতীর ইচ্ছেতেই সকল দেবতার আগে পূজিত হন গণেশ
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।